Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃআমার ব্যথাকলমে--স্বপ্না ভট্টাচার্য্যতারিখ-২/১/২০২২
যতই কম চেয়েছি আমি,পেয়েছি আমি আরো কম।না দিতে দিতে দেওয়ার খাতায়,নামটা বাদ দিয়েছে সবাই।
চিৎকার করে নিজের কষ্ট,ব্যক্ত করি নি বলে তাই,আমার যন্ত্রণা একেবা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনামঃআমার ব্যথা

কলমে--স্বপ্না ভট্টাচার্য্য

তারিখ-২/১/২০২২


যতই কম চেয়েছি আমি,

পেয়েছি আমি আরো কম।

না দিতে দিতে দেওয়ার খাতায়,

নামটা বাদ দিয়েছে সবাই।


চিৎকার করে নিজের কষ্ট,

ব্যক্ত করি নি বলে তাই,

আমার যন্ত্রণা একেবারেই নেই,

ভেবেই নিলো ওরা সবাই।


নিজের সুখের সাথী করেছি,

সবারে আমি বারংবার।

দুঃখ দেখাতে পারিনি বলে,

কষ্টটা কেউ বুঝলো না আর।


আপন জন কে আঁকড়ে ধরে,

নিজের করে ভেবেছি আমি।

যত ধিক্কার তারা করেছে,

জানে সে আমার অন্তর্যামী।


নিজের স্থানে রেখেছে সবাই,

আমার জায়গায় দাঁড়ায় নি কেউ।

তাই বুঝেও অবুঝ মানুষগুলোর,

লুকোচুরি খেলা বুঝলো না কেউ।


ভালোবাসা আর বিশ্বাস আজ-

আমার কাছে অর্থবিহীন।

টানা-পোঁড়েনের জীবন ভেলায়,

সংগ্রাম আমার দৈনন্দিন।


বাবা-মার কথা বড় মনে পড়ে,

ফেলে আসা সেই ছোট্টবেলা,

ঠাকুমার মুখে নানা গল্প শুনে,

মায়ের রান্নার প্রহর গোনা।


সত্যি কথা মুখের উপর,

বলতে পারে ওরা সবাই।

শুনতে গেলে রাগ যে ভীষণ,

বলার আমার উপায় নাই।


ছলা-কলা করে ভালোরে খারাপ,

খারাপ রে বানাতে পারি না ভালো।

তাই পৃথিবীটা আজ আমার-

মুখের উপর দরজা দিয়ে দিল।


বেঁচে থাকতে যারা বাঁচতে দেয় না,

মৃত্যুর জন্য দেয় ছেড়ে।

মরে গেলে পরে তারাই আবার,

কাতর স্বরে কান্না জোড়ে।


পৃথিবীতে কেউ নয় কারো আপন,

তুমি তোমার নিজের হও।

সম্পর্ক গুলো বাঁচিয়ে রাখো,

যদি সামাজিক হয়ে বাঁচতে চাও।