Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দান করো শীত বস্ত্র শাহী সবুর ১২/১২/২০১৯
তোমরা যারা সুখে আছ দারুণ মাঘের শীতে,গরিব মানুষ কেমন আছে পারো তো খোঁজ নিতে। তোমরা কত আরাম করো বিলাসবহুল ঘরে, ওরা থাকে আলগা গায়ে খোলা রাস্তার পরে। শাল চাদরে শরীর ঢেকে থাকো লেপের তলে, ঘরের ভিত…

 


দান করো শীত বস্ত্র 

শাহী সবুর 

১২/১২/২০১৯


তোমরা যারা সুখে আছ দারুণ মাঘের শীতে,

গরিব মানুষ কেমন আছে পারো তো খোঁজ নিতে। 

তোমরা কত আরাম করো বিলাসবহুল ঘরে, 

ওরা থাকে আলগা গায়ে খোলা রাস্তার পরে। 

শাল চাদরে শরীর ঢেকে থাকো লেপের তলে, 

ঘরের ভিতর শীত ঢোকে না তোমরা ধনি বলে।

আরাম আয়েশ করে তোমরা আছ মানব কুলে,

গরিব মানুষ কেমন আছে খোঁজ রাখনি ভুলে। 

ঠাই ঠিকানা নাইতো ওদের ওরা দুঃখী জন,

দারুণ শীতে কষ্ট পেয়ে কাঁদে ওদের মন।

দুঃখে ওদের জীবন গড়া মানুষ ওদের নাম, 

কষ্ট ওদের চিরসাথী বিধি ওদের বাম। 

পেটের খাবার জোগাড় করতে কষ্টে ওরা থাকে, 

শীতের কাপড় নেইতো ওদের কেমনে শরীর ঢাকে?

অল্প কিছু গরম কাপড় যদি ওদের দিতে, 

ওরা একটু আরাম পেত দারুণ মাঘের শীতে। 

অনেক কাপড় পড়ে আছে আলমারিটার ভাঁজে, 

সেখান থেকে কিছু কাপড় দাও গরিবের মাঝে। 

তোমার কাছে হয়তো যেটা একটুখানি দান,

তার বিনিময় বেঁচে যাবে অনেক দুঃখীর প্রাণ। 

মানব সেবা করলে কেহ আল্লাহ্ ভালবাসে, 

সুখী মানুষ দাঁড়াও গিয়ে দুঃখী জনের পাশে।

গড ভগবান আল্লাহ হরি যাকেই তুমি ডাকো,

মানুষ হয়ে মানব সেবায় আগে মানুষ থাকো।


( এই কাঁচা কবিতা কোন গ্রুপে কারো সাথে প্রতিযোগিতার জন্য নহে, শুধু মনুষ্যত্ব বোধ জাগ্রত করবার লক্ষ্যে এই অধমের ক্ষুদ্র চেষ্টা মাত্র)