Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগ_কবিতা#শিরোনাম_বিরহী#কলমে_সুদেষ্ণা_চক্রবর্ত্তী#তারিখ_২৫_০১_২০২২
প্রেমের জোয়ারে ভেসেছিলাম দোঁহে আবেগের পাল তুলেবাঁধন যা ছিল তোমার পরশে সহসা গেছিল খুলে।ভালোলাগা গুলো দুই তরফেই সমান ছিল তখনবদলে গিয়েছে সে সব…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#বিভাগ_কবিতা

#শিরোনাম_বিরহী

#কলমে_সুদেষ্ণা_চক্রবর্ত্তী

#তারিখ_২৫_০১_২০২২


প্রেমের জোয়ারে ভেসেছিলাম দোঁহে আবেগের পাল তুলে

বাঁধন যা ছিল তোমার পরশে সহসা গেছিল খুলে।

ভালোলাগা গুলো দুই তরফেই সমান ছিল তখন

বদলে গিয়েছে সে সব আজ বিষণ্ণ এ মন কেমন। 


তোমার সাথে কাটানো আমার সুখের যত প্রহর

প্রেম ভালোবাসায় পরিপূর্ণ স্মৃতির ভাঁড়ার ঘর।

দিন বদলায়, ঋতু বদলায়, বদলায় মানব জীবন

পাল্লা দিয়ে কি বদলায় বলো ভালোবাসায় ভরা মন?

"পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়..."

আমি তো আজও পারিনি সখা ভুলতে তোমায়। 


প্রেমের স্রোতে গা ভাসিয়ে অনুরাগে মাখামাখি

 তুমি ছিলে আর আমিও ছিলাম মনের কাছাকাছি।

মান অভিমান ঝগড়া বিবাদ মধুর খুনসুটি

মনের যা কিছু আবেগ অনুভূতি সব ছিল মোর প্রতি। 


আজকে সে সব মিথ্যা হলো, কিছু নেই মোর প্রতি

আজকে আমি থাকলে পাশে তোমার ভীষণ ক্ষতি।

কিসের এত অভিমান তোমার কিসের এতো বিরাগ? 

কোথায় গেলো আমার প্রতি তোমার সে অনুরাগ? 

সে সব কি শুধুই ছিল ক্ষনিকের ভালোলাগা? 

বাধ্য হয়েই কি আমার সাথে বিনিদ্র রাত জাগা? 


আমার চোখে জল দেখলেই তোমার পাগল দশা

আমার মুখে থাকলে হাসি প্রাণ খুলে তোমার হাসা।

রাগ ভাঙাতে করতে তুমি কত শত প্রয়াস

আজকে আমার যাপন কেন শুধুই দুঃখ বিলাস! 


হৃদয়ের ঘরে পরতে পরতে জমেছে কত স্মৃতি

পিছন ফিরে চাইলে দেখি দুঃখ সুখের গীতি।

দোষ গুলো সব গুণ হতো মোর ভালোবাসা ভরা চোখে

আজকে সে সব কিচ্ছুটি নেই, অভিযোগ শুধু মুখে।

আজ আছে শুধু চাপান উতোর আর অজস্র নালিশ

বুকের ভেতর রক্তক্ষরণ আর অশ্রুসিক্ত বালিশ। 


উচ্ছ্বাস ভরা উদ্দাম প্রেমে ছিল দুর্বার গতি 

খড়কুটোর মতো ভেসে যেত বাধা, পড়তো না ছেদ যতি।

অভিমান ভরা অভিযোগে আজ প্রেমের গতি রুদ্ধ 

হঠাৎ করে আমার প্রতি তুমি হয়েছো ভীষণ ক্ষুব্ধ। 

আবেগী হৃদয়ে অনুভূতিগুলো করে শুধু হাহাকার 

অভিমান আর অভিযোগে আজ প্রেম হলো ছারখার।