Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা "আজকের কথা"সুনীল বণিক ২৬/০১/২০২২************যারা সবার ভালো চায়, তাদের নিজের ভালো হয়ে না কোনো দিন।তাই নেতাজীর ও নিজের ভালো হয়নি, ভালো হয়নি মাস্টার দা, ভগৎ সিংআর ক্ষুদিরাম এর মতো দেশ ভক্তদের।এরা …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা 

"আজকের কথা"

সুনীল বণিক 

২৬/০১/২০২২

************

যারা সবার ভালো চায়, 

তাদের নিজের ভালো হয়ে না কোনো দিন।

তাই নেতাজীর ও নিজের ভালো হয়নি, 

ভালো হয়নি মাস্টার দা, ভগৎ সিং

আর ক্ষুদিরাম এর মতো দেশ ভক্তদের।

এরা দশের ও দেশের ভালো চাইতে নিজেদের বিসর্জিত করেছেন---------

এতগুলো দশক ধরে নেতাজী কে

বিবেকানন্দ কে ভাঙিয়ে খাচ্ছি। 

খাচ্ছি রবীন্দ্রনাথ নজরুল কে ভাঙিয়ে। 

চ্যানেলে চ্যানেলে মিডিয়াদের খবরের

বহর, রকমারি মশালা-----------

বাক্ বিতণ্ডা আর গল্প কথা। 

জম্মদিনে একটি মালা আর ধূপকাঠি,

সমাপ্ত শ্রদ্ধাঞ্জলি, সারা বছর ফটোতে

ধুলোয় ধুসর হোক না, কি যায় আসে তাতে। 

"এমনি করেই যায় যদি দিন যাক না"। 

আমাদের উত্তরাধিকারীরা তো

এই টুকু ও হারিয়ে ফেলবে আগত দিনে।

নেতাজী, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল 

হবে ব্যাক ডেটেড। হবে প্রশ্ন--------

যদিও আমরা অভিভাবকেরাই দায়ী।

দেশমাতা আর দেশভক্তি শব্দ গুলো বিলুপ্ত হবে অভিধান থেকে। হবে মন থেকে

সাইনটিষ্ট, ইন্জিনীয়ার আর ডাক্তার হবার ধাক্কায়। হারিয়ে যাবে ২৩ শে জানুয়ারী, ২৬ শে জানুয়ারী আর ১৫ ই আগস্ট এর মতো দিন গুলি।

হারিয়ে যাবে ২৫ শে বৈশাখ আর ২২শে শ্রাবণ 

১১ই জৈষ্ঠ। 

থাকবে ভ্যলেনটাইন ডে, ফ্রেণ্ডস্ ডে উইমেন্স ডে

হাগ ডে ইত্যাদি ইত্যাদি সব---------

হায় রে ভারতবর্ষ! হায় রে ভারতবাসী।

হায়রে গণতন্ত্র আর প্রজাতন্ত্র।।