Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনকবিতা :-
শিরোনাম :- দীপ‍্যমান প্রজাতন্ত্র                         বিনয় ভট্টাচার্য্য                         ২৭ জানুয়ারি ২০২২
প্রজাতন্ত্র বেঁচে আছে রাজন‍্যবর্গের প্রাসাদেবর্ণাঢ‍্য শোভাযাত্রা আর কুচকাওয়াজেধামাচাপা…

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

কবিতা :-


শিরোনাম :- দীপ‍্যমান প্রজাতন্ত্র

                         বিনয় ভট্টাচার্য্য 

                        ২৭ জানুয়ারি ২০২২


প্রজাতন্ত্র বেঁচে আছে রাজন‍্যবর্গের প্রাসাদে

বর্ণাঢ‍্য শোভাযাত্রা আর কুচকাওয়াজে

ধামাচাপা রেখে অসহায় প্রজাকুলের বেদনার ক্ষীন আওয়াজে।


গণতন্ত্র লুটোপুটি খায় পথের ধুলায়

বিচারের বাণী কাঁদে নিরবে নিভৃতে

শুনেও শোনেনা ওরা তাহাদের কথা

দেখেও দেখেনা চোখে

হাড়হাভাতের মন পড়ে থাকে  

জঠরাগ্নি করে প্রশমন

ভিক্ষালব্ধ একথালা ভাতে।


ধনতন্ত্র বেঁচে আছে প্রবল শক্তি নিয়ে

বেঁচে আছে বণিকের দল 

অপরাধীরা  ফোলায় বেহায়া ছাতি 

মসনদে বসে

প্রজাকুল নাচে গায় ওদেরই সাথে।


মধ‍্যপন্থী জনগন,কৌশলী বিদ্বজ্জন

ক্রমাগত মধু চেটে চেটে ভাষাহীন

শব্দস্বর স্তব্ধ হয়ে গেছে

সব মেতে আছে ছেনালী আনন্দ উৎসবে 

হৃদয়াগ্নি কৌশলে চেপে রেখে বুকে।


প্রজাতন্ত্র দীপ‍্যমান আনন্দে আভাসে 

দেশময় নিত‍্য পরিহাসে

প্রজাকুলে রেখে একপাশে। 

********