Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   দেখি আলোকধারায়কলমে   :   শক্তিপদ ঘোষতারিখ   :   ২৭ , ০১ , ২০২২
নদী ছিল--শুকিয়ে গেল--আগুনের বর্ষণে ,মেঘ জমল--মেঘের পাহাড়--উড়ল ঝড়-পবনে ;চুপনদীর চোখ ছুঁয়ে--তবু সাগর উদ্দাম ,ঢেউ গড়ে ঢেউ ভাঙে--অগণি…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   দেখি আলোকধারায়

কলমে   :   শক্তিপদ ঘোষ

তারিখ   :   ২৭ , ০১ , ২০২২


নদী ছিল--শুকিয়ে গেল--আগুনের বর্ষণে ,

মেঘ জমল--মেঘের পাহাড়--উড়ল ঝড়-পবনে ;

চুপনদীর চোখ ছুঁয়ে--তবু সাগর উদ্দাম ,

ঢেউ গড়ে ঢেউ ভাঙে--অগণিত অবিরাম ।


স্বপ্নকে ফেলে চোখ আমার ভাবনা ছুঁয়ে আছে ,

ভাবনা যত তারা হয়ে জ্বলে রাতের আকাশে ;

কূলে কূলে ওঠে ভরে চুপরাতের মরা নদী ,

খাতার 'পরে ঝলসায় হরফের হীরে-মতি ।


আমি দেখি দূরসাগরে এক যাত্রীহীন তরী ,

একলা মাঝি চলেছে ভেসে দুইহাতে হাল ধরি' ;

জানি না তার চোখ ছুঁয়ে আলোর কোন দ্বীপ ,

আমি থাকি তরীর পানে তাকিয়ে অনিমিখ ।


কভু ভাবি বন্দি আমি অজানা সে'এক দ্বীপে ,

গান-ফুরনো অন্ধকারে কেউ নাই কোনদিকে ;

আঁধসাগরে বেড়াই খুঁজে একটা আলোর রেখা ,

দু'চোখের তারা স্থির যতদূর যায় দেখা ।


দেখি তরীর মাথায়--তারার মাণিক জ্বলে ,

বলব কথা হারিয়ে যায় ঢেউয়ের কোলাহলে ;

রাত ফুরলে প্রাতে আমি দেখি আলোকধারায় ,

আলোর দ্বীপ কখন হারিয়ে গেছে কোথায় !


দ্বীপ নাই--সাগর নাই আমি তেমনি একাকী ,

কেউ-নাই একপ্রান্তে পড়ে ছিন্নডানা এক পাখি :

দেখি শূন্য টেবিল সম্মুখে শূন্য একটা খাতা ,

খোলা খাতায় কলমখানা  তেমনই আছে রাখা ।

------------------------------------------------------------------