Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন************অণুকবিতা:প্রেম জীবনঅরুণ কুমার ঘোষ
কান্না হাসি চলে পাশাপাশিজীবন থাকে'না থেমেসময় সরণী ধেয়ে ধেয়ে যায়প্রেম আসে প্রেমে নেমে ।
প্রকৃতির কোলে মাথা নত করেভুলে থাকি যত জ্বালাযাতনা ভুলতে,ছুঁয়ে থাকি প্রেমচল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

************

অণুকবিতা:প্রেম জীবন

অরুণ কুমার ঘোষ


কান্না হাসি চলে পাশাপাশি

জীবন থাকে'না থেমে

সময় সরণী ধেয়ে ধেয়ে যায়

প্রেম আসে প্রেমে নেমে ।


প্রকৃতির কোলে মাথা নত করে

ভুলে থাকি যত জ্বালা

যাতনা ভুলতে,ছুঁয়ে থাকি প্রেম

চলে পালাবদলের খেলা ।


সুরে মুখরিত চরাচরে জুড়ে

ধরণীর মহা কলরব শুনে,

শেষ হবে কবে জপমালা গোনা

শুভ তারাদের গুনে ?

***********

অকুঘো // কলি // ২৮.০১.২০২২