Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা -- দগ্ধ বাস্তব      টুয়া চক্রবর্ত্তী______________________
রূঢ়তার লড়াই দেখেছি আমি--        বড়ই কঠিন বাস্তব!নির্মম অসহনীয় যন্ত্রণাময় সমাজ,          দেখেছি আমি!যেখানে জীবন্ত মানুষ কবর হয়,-মাটি চাপা দিয়ে ধুকধ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা -- দগ্ধ বাস্তব

      টুয়া চক্রবর্ত্তী

______________________


রূঢ়তার লড়াই দেখেছি আমি--

        বড়ই কঠিন বাস্তব!

নির্মম অসহনীয় যন্ত্রণাময় সমাজ,

          দেখেছি আমি!

যেখানে জীবন্ত মানুষ কবর হয়,-

মাটি চাপা দিয়ে ধুকধুকানি প্রাণ-

        অতল গহ্বরে হয় মৃত! 

এই বাস্তবেই ঘটে ভুমিষ্ট কন্যা প্রাণ হত্যা--

 আর কত ভ্রূণ বেঘোরে ধ্বংস;

কখনো জীবন ঝাঁপিয়ে পড়ে আগুনে--

          নিঃসঙ্গতার ভয়ে!

        এও দেখেছি স্বচক্ষে!

দেখেছি হাইরোডের ধারে রক্তাক্ত নিথর দেহ--

যুগল ভালোবাসার অপমৃত্যু।

কখনোবা অসংখ্য প্রাণের বলি,-

জীবন্ত ক্ষত প্রাণ গুলোর ছটফটানি--

            বাঁচার তাগিদে!

পারল না আর বাঁচতে মারণ আঘাতে।

সামনে দাঁড়িয়ে জীবন্ত লাশ গুলো শুধুই দেখেছি!

আমাদের সমাজে ঘটছে নৃশংসতা,

     প্রতি নিয়ত হিংসার লড়াই!

ছেলের মৃত দেহের রক্ত দিয়ে মাখা ভাত--

      মাকেও খেতে হয়েছিল!

যেখানে নারী শরীর ভোগের উন্মাদনায় অনেকে;

লালসার শিকাড়ে নারী দেহ--

       এক-এক পর্যায় পার হয়!

প্রমান লোপাটে উদ্যত অপরাধী,-

 ক্ষত-বিক্ষত শরীর আগুনে পোড়ায়।

          দগ্ধ হয় সমাজ!

        কলুষিত সমাজ জীবন!

আর ধর্ষিতা নগ্ন নারী দেহ পথের ধারে?

সে যেন যৌন উন্মাদনার বিষয়!

যে সমাজে কিছু টাকার লোভ?

          স্বজন যখন কুজন!

ভাই প্রাণে মারে পরিজনদের--

         আত্মসাধের আশায়,-

গর্ভধারনী মায়ের প্রাণ নিতেও সঙ্কোচ নেই!

      সবই ঘটে আমাদের জীবনে,

         নিত্য পথ চলার দেখায়।

যেখানে পশুবৃত্তিক যৌনতা গর্ভবতীর প্রাণ নেয়--

সেখানে একই ভাবে শিশুও শিকাড়!

সেখানেই তো আছে কঙ্কাল কান্ড!

আরও কত কি ঘটে চলেছে দগ্ধ সমাজে।

    দগ্ধ সমাজে সবই ইতিহাস!

ইতিহাসই আমাদের জীবনের অঙ্গ---

           বাস্তবের সঙ্গী!

সমাজ কলির রীতিতে ঘূর্ণায়মান।।