Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকার দুঃখ কোথায়(আমার দৃষ্টি ভঙ্গিতে )মঞ্জুশ্রী মণ্ডল২৭/১/২০২২
দুঃখ সবার ই থাকে। পুরুষ দের দুঃখ কেন হয় সেটা উপলব্ধি করতে পারি না।তাইএকজন মহিলা হিসেবে মহিলাদের কি কি ধরনের দুঃখ হতে পারে সেটা উপলব্ধি করি।     প্রত…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কার দুঃখ কোথায়

(আমার দৃষ্টি ভঙ্গিতে )

মঞ্জুশ্রী মণ্ডল

২৭/১/২০২২


দুঃখ সবার ই থাকে। পুরুষ দের দুঃখ কেন হয় সেটা উপলব্ধি করতে পারি না।তাই

একজন মহিলা হিসেবে মহিলাদের কি কি ধরনের দুঃখ হতে পারে সেটা উপলব্ধি করি।

     প্রতি সংসারে মহিলা থাকে। আর প্রত্যেক মহিলারই কোন না কোন দুঃখ থাকে।

কার কিসের দুঃখ সেটা সেই মহিলাই জানেন ।একাধিক দুঃখ হতে পারে ।কারণ গুলো নিম্ন রূপ।

১।যে মহিলাটি বিধবা অর্থাৎ যার স্বামী মারা গেছে।

২। যে মহিলার স্বামী ,স্ত্রী থাকা সত্বেও একাধিক মহিলার সাথে পরকীয়া করে।

৩। যার স্বামী মানসিক রোগী।

৪।যার স্বামী মানসিক প্রতিবন্ধী।

৫।যার স্বামী শারীরিক প্রতিবন্ধী।

৬। যার স্বামী নিজের উপার্জিত অর্থ স্ত্রীর জন্য ব্যবহার না করে ( স্ত্রী চাকরিজীবী)সব টাকা দাদা বৌদির সংসারে ব্যবহার করে,অথচ নিজের সংসার এ দেয় না।

৭। যার স্বামী ,স্ত্রীর উন্নতির জন্য হীনমন্যতায় ভোগে।

৮। যার স্বামী স্ত্রীর কোনো ভালো কাজকে প্রশংসা না করে অমর্যাদা করে।

৯।যার স্বামী রোজগার না করে স্ত্রীর রোজগারে বসে বসে খায়।

১০‌। যার স্বামী কুড়ে।

১১।যার স্বামী স্ত্রীর কালো রংয়ের জন্য সব সময় খোঁটা দেয়।

১২। যার স্বামী স্ত্রীকে না জানিয়ে উধাও হয়ে যায় আর যোগাযোগ রাখে না।

১৩। যার স্বামী সবসময় নেশা করে পড়ে থাকে।।

১৪।যার শাশুড়ি সবসময় শারীরিক ও মানসিক নির্যাতন করে।

১৫।যে নারী মৃত সন্তান জন্ম দিয়েছে।

১৬যে নারী নামেই চাকরি করে,তার উপার্জিত অর্থ স্বামী নিয়ে নেয়,মুখ খুললে প্রহার করে।

১৭।যার স্বামীর মুখে খারাপ ভাষা তথা গালাগালি লেগে থাকে।

১৮। যে নারী তার উপার্জিত অর্থের কিছুটা বাপের বাড়ি দেয় বলে শ্বশুরবাড়িতে ধুন্ধুমার কান্ড বাঁধে।

১৯। মে নারী,স্বামী, সন্তান হারিয়ে বাপের বাড়িতে থাকে ও অমানসিক নির্যাতন সহ্য করতে হয় ভাই ,ভাজের কাছে।

২০।যে নারী নিজেই প্রতিবন্ধী।

২১।যে সবসময় লিঙ্গবৈষম্যর শিকার হয়।

২২।যে নারী সংসারের সবার মন যুগিয়েও মন পায় না।

২৩।যার স্বামী অনেক রোজগার করেও কৃপণ, কিছু কিনে দেয় না।

২৪। যে নারী বন্ধা

২৫। যে নারী স্বাধীন ভাবে চলতে পারে না বা চলার অধিকার নেই।এক কথায় স্বাধীনতা নেই।

এরকম বহু বহু কারণ আছে নারীদের ক্ষেত্রে। কাজেই সবারই কোনো না কোনো দুঃখ আছে।

দুঃখ ছাড়া মানুষ নেই।


     পুরুষদেরও দুঃখ থাকতে পারে কিন্তু তাদের দুঃখের কারণ আলাদা সেটা উপলব্ধি করার চেষ্টা করছি। মিলবে কিনা জানি না।

পুরুষদের দুঃখ কি কি হতে পারে একটু পর্যালোচনা করে দেখা যাক।

১। যার স্ত্রী পরকীয়া করে।

২। যার কোনো সন্তান নেই 

৩।যে বেকার।

৪।যার স্ত্রী ঝগড়া করে।

৫।  যে স্ত্রীর অত্যাচারে মেরুদন্ড বাঁকিয়ে ফেলেছে কিন্তু বিবেকের দংশন হয়।

৬। যার উপার্জন কম।

৭। যার মাথায় টাক।

৮। যার স্ত্রী সুন্দরী কিন্তু নিজে দেখতে খারাপ।

৯। শিক্ষিত হয়েও যে চাকরি পায়নি।

১০। যার কর্মস্থল বহুদূরে, পরিবার পরিজনের সাথে দেখা-সাক্ষাৎ হয় না।

 

    স্ত্রী-পুরুষ সবারই আলাদা আলাদা দুঃখ থাকতে পারে।আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চোখে যত দুঃখ হতে পারে সেগুলো আলোকপাত করলাম এরকম আরো আছে যেগুলো আমার জানা নেই ।কোন কোন দুঃখ যেগুলো আমার ধারনা নেই অথচ পুরুষদের আছে ।

তবে এটা নিশ্চিত মানুষ মাত্রই দুঃখ থাকবে।

মহিলাদের ও  পুরুষদের আর কি বিষয়ে দুঃখ থাকতে পারে ভাবনায় আসছে না।


ইচ্ছে করলেই এসব দুঃখের সমাধান করা যায় না।তাই সকলকে কোন না কোন দুঃখ বয়ে বেড়াতে হয়।