Page Nav

HIDE

Post/Page

May 29, 2025

Weather Location

Breaking News:

করোনার জেরে লোকাল ট্রেনের সময়সূচি বদল, নাকাল নিত্যযাত্রীরা

দেবাঞ্জন দাসকরোনা বৃদ্ধির জেরে রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে গতকাল। সেই বিধিনিষেধের মধ্যে সবচেয়ে বড় যাতায়াতের মাধ্যম লোকাল ট্রেন চলাচল কিছুটা প্রভাবিত হয়েছে। গতকালই নির্দেশিকা অনুযায়ী সন্ধ্যে সাতটার পর…



 দেবাঞ্জন দাস

করোনা বৃদ্ধির জেরে রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে গতকাল। সেই বিধিনিষেধের মধ্যে সবচেয়ে বড় যাতায়াতের মাধ্যম লোকাল ট্রেন চলাচল কিছুটা প্রভাবিত হয়েছে। গতকালই নির্দেশিকা অনুযায়ী সন্ধ্যে সাতটার পর কোন লোকাল ট্রেন চলবে না। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। নিত্যযাত্রীদের একাংশের দাবি বেশিরভাগ নিত্যযাত্রী কিভাবে সাতটার মধ্যে লোকাল ট্রেন ধরবে। যেহেতু অনেকের অফিস 7 টার পরেও ছুটি হয় তাই তারা লোকাল ট্রেন ধরার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। 


সেই নির্দেশিকা কে কিছুটা বদল করা হলো। নতুন নির্দেশিকা অনুযায়ী শেষ লোকাল ট্রেন সন্ধ্যে সাতটার পরিবর্তে রাত দশটায় ছাড়বে। এর ফলে বহু নিত্যযাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া সরকারি এবং বেসরকারি অফিসে 50% কর্মী নিয়ে কাজ চালানোর জন্য মেট্রোরেল এবং লোকাল ট্রেনে ভিড় কিছুটা হলেও কমবে বলে মনে করছে নিত্যযাত্রীদের একাংশ।