Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে নেতাজির জন্মদিন পালনে রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গুলির উদ্যোগ ছিল নজরকাড়া।

ঘন্টু বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরকেন্দ্র-রাজ্যের মধ্যে ট্যাবলো নিয়ে সংঘাতের    মধ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির পরিকল্পিত যোজনা কমিশন গড়বে, প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার কেন্দ্রের লজ্জাজ…



ঘন্টু বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর

কেন্দ্র-রাজ্যের মধ্যে ট্যাবলো নিয়ে সংঘাতের    মধ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির পরিকল্পিত যোজনা কমিশন গড়বে, প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার কেন্দ্রের লজ্জাজনক সিদ্ধান্তের সমালোচনা  করার মধ্যে  দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এর বিভিন্ন স্থানে নেতাজির জন্মদিন কে সামনে রেখে রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গুলির জন্মদিন পালন , উৎসবে পরিণত হল। কোলাঘাট স্কুল মাঠে সুউচ্চ নেতাজি প্রতিকৃতর পাদদেশে বিনম্র ও শ্রদ্ধাবনত বীর সুভাষের জয়গান ধ্বনিত হলো ।অংশ নিলেন বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী  প্রতিষ্ঠান বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী শ্রদ্ধা জ্ঞাপন করলেন  কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য। জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত গুলুডিয়া শ্রী রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন এবং মেছেদা স্টুডেন্ট একাডেমীর উদ্যোগে ও দিনটি পালন করা হলো। উপস্থিত ছিলেন সুকুমার মাইতি ,শিপ্রা গুড়িয়া ,কৃষ্ণা সামন্ত রায়, কৃতিকা দাস, আকাশ মন্ডল। কোলাঘাটের অন্যতম  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পয়াগ পুনর্মিলন সংঘের পক্ষ থেকেও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করল  সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়, অশোক বন্দ্যোপাধ্যায়  মুরারী মোহন দাস পোদ্দার প্রমূখ। রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে আজকের দিনটি পালন করল ভারতীয় জনতা পার্টির সদস্যরা। দেউলিয়া পার্টি অফিসে প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য  দিয়ে দিনটি পালন করা হয়। ছিলেন দেবব্রত পট্টনায়েক, শেখ সাদ্দাম হোসেন  অরুণ চংদার প্রমুখ নেতৃত্ব। এছাড়া নেতাজির নিজে হাতে গড়া  ফরওয়ার্ড ব্লক পার্টির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা তমলুকে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে পালন করে নেতৃত্বরা। উপস্থিত ছিলেন  জেলা নেতৃত্ব বিশ্বনাথ সিনহা, সুকুমার  ব্যানার্জি প্রমুখ নেতৃত্ব। উল্লেখ করা যায়  প্রতিটি স্থানে তার জীবন চর্চা নিয়ে আলোচনা প্রসঙ্গে রাষ্ট্রের ভূমিকার সঙ্গে অর্থনৈতিক দিশা দেখানোর যে  চিন্তাভাবনা করেছিলেন তা বিভিন্ন  বক্তা আলোচনার ভিত্তিতে প্রকাশ করে।