Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোতে নারী ক্ষমতায়নের প্রতি ভারতীয় ডাকের দায়বদ্ধতা তুলে ধরা হবে

দেবাঞ্জন দাসভারতীয় ডাক গত ১৬৭ বছর ধরে জাতিকে সেবা করে চলেছে। ডাক বিভাগ আর্থিক নানা পরিষেবা ও সরকারি কাজে একনিষ্ঠভাবে কাজ করে । দেশ বর্তমানে স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। এই সময়ে ভারতীয় ডাক তার সাধারণতন্ত…


দেবাঞ্জন দাস

ভারতীয় ডাক গত ১৬৭ বছর ধরে জাতিকে সেবা করে চলেছে। ডাক বিভাগ আর্থিক নানা পরিষেবা ও সরকারি কাজে একনিষ্ঠভাবে কাজ করে । দেশ বর্তমানে স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। এই সময়ে ভারতীয় ডাক তার সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোতে নারী ক্ষমতায়নে তার অঙ্গীকারের কথা তুলে ধরেছে।  


এবারের সাধারণতন্ত্র দিবসে ভারতীয় ডাকের বিষয় হ’ল ‘ভারতীয় ডাক : ৭৫ বছর@নারী ক্ষমতায়নের সিদ্ধান্ত’। ট্যাবলোর সামনে মহিলাদের জন্য আদর্শ কর্মসংস্থান ব্যবস্থাপক হিসাবে ভারতীয় ডাকের ভূমিকা তুলে ধরা হয়েছে। ভারতীয় ডাক পেমেন্টস্ ব্যাঙ্ক ও পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের ৫০ শতাংশ গ্রাহকই মহিলা। সংস্থার নারী ক্ষমতায়নের অঙ্গ হিসাবে মহিলা পরিচালিত ডাকঘরের ছবি ট্যাবলোতে থাকছে। এছাড়াও, সামাজিক দায়বদ্ধতা মেনে ভিন্নভাবে সক্ষমদের সুবিধার জন্য   র‍্যাম্পের ব্যবস্থাযুক্ত ডাকঘরের ছবিও ট্যাবলোতে স্থান পাবে।   


মহিলা ডাক পিওন – ভারতীয় ডাকের আধুনিক সংস্করণ তুলে ধরতে একজন তরুণ মহিলা ডাক পিওনের ছবি থাকবে, যেখানে তিনি একটি ডিজিটাল যন্ত্র ব্যবহার করছেন এবং তাঁর কাঁধে ডাক ব্যাগও থাকছে। এর মধ্য দিয়ে প্রযুক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনের ছবিটি তুলে ধরা হবে। মহিলা ডাক পিওনের পাশে লাল ডাকবক্স ডাক বিভাগের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। এছাড়াও, স্পীড পোস্ট, ই-কমার্স, এটিএম কার্ডের ছবিও ট্যাবলোতে থাকছে। অন্যদিকে, এক ডাক হরকরার ছবি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘ দশকগুলির ভারতীয় ডাকের পরিবর্তনের ছবি তুলে ধরা হবে।  পাশাপাশি, প্রধানমন্ত্রীকে ৭৫ লক্ষ পোস্টকার্ড পাঠানোর কর্মসূচির ছবিও ট্যাবলোতে স্থান পেয়েছে।   


শ্রীনগরে ভাসমান ডাকঘরের রেপ্লিকাও ট্যাবলোতে স্থান পাবে। প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচিকে সফল করতে ডাক বিভাগের সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রচার করা হবে। মহিলা পরিচালিত ডাকঘরের ত্রিমাত্রিক ছবি ট্যাবলোতে স্থান পাবে। ঐ ছবিটিতে আধার নথিভুক্তকরণ, পোস্টাল এটিএম কাউন্টারের মাধ্যমে গ্রাহকদের মহিলা আধিকারিকরা কিভাবে বিভিন্ন পরিষেবা দেন, সেই চিত্র তুলে ধরা হবে।  


দেশের সবচেয়ে পুরনো জিপিও – কলকাতা জিপিও প্রদর্শনের মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী ভবনটির ছবি শ্রোতা-দর্শকরা ট্যাবলোতে প্রত্যক্ষ করবেন। দেশের স্বাধীনতা আন্দোলনের ছবি সম্বলিত কিছু ডাকটিকিট খাদির উপর ছাপিয়ে ট্যাবলোতে প্রদর্শিত হবে। তবে, ট্যাবলোর বিশেষ বৈশিষ্ট্য হ’ল – তার পদসৈনিকরা অর্থাৎ যারা দেশের নানা প্রান্তে ডাক বিলি করেন। ডাক হরকরা থেকে সাইকেলে ডাক পিওন এবং বর্তমানে ই-বাইক নিয়ে চিঠি বিলি করা ডাক পিওনদের বিষয়ে তথ্য  ট্যাবলোতে স্থান পেয়েছে।