Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইউনিকর্ন স্ট্যাটাস-২০২১- রেকর্ড পরিমাণ ৪৪ টি শিল্পোদ্যোগ সংস্থা পেয়েছে

দেবাঞ্জন দাস, কলকাতাভারতের পরিষেবা খাতে জিডিপিতে ৫০ শতাংশের বেশি অবদান রয়েছে। অর্থনৈতিক সমীক্ষা-২০২১-২২ হাইলাইট করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন সংসদে তা পেশ করেছেন। এই সমীক্ষায় আরো উল্লেখ…

 


দেবাঞ্জন দাস, কলকাতা

ভারতের পরিষেবা খাতে জিডিপিতে ৫০ শতাংশের বেশি অবদান রয়েছে। অর্থনৈতিক সমীক্ষা-২০২১-২২ হাইলাইট করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন সংসদে তা পেশ করেছেন। এই সমীক্ষায় আরো উল্লেখ করা হয়েছে যে পরিষেবা খাতে একটি স্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে।


সামগ্রিকভাবে পরিষেবা ক্ষেত্রে বছরের প্রথমার্ধে ১০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ওই সমীক্ষায় বলা হয়েছে।


সামগ্রিক পরিষেবা খাত বা জিভিএ ২০২১-২২ সালে ৮.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যদিও করোনার ওমিক্রণ ভেরিয়েন্ট কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি করেছে।


সার্ভিস ক্ষেত্রে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই-


অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে সার্ভিস ক্ষেত্রে ভারত হচ্ছে এফডিআই- প্রবাহের বৃহত্তম প্রাপক।


পরিষেবা ক্ষেত্রে বাণিজ্য-


অর্থনৈতিক সমীক্ষায় হাইলাইট করা হয়েছে যে বিশ্বব্যাপী পরিষেবা রপ্তানিতে ভারতের একটি প্রভাবশালী ভূমিকা ছিল। এটি ২০২০ সালে শীর্ষ দশটি পরিষেবা রপ্তানিকারক দেশের মধ্যে রয়েছে। বিশ্ববাণিজ্য পরিষেবা রপ্তানিতে ২০১৯ সালের ৩.৪ শতাংশ থেকে বেড়ে ২০২০ সালে ৪.১ শতাংশ হয়েছে। কোভিড-১৯ থাকা সত্ত্বেও পরিষেবার মোট রপ্তানির ক্ষেত্রে দ্বিগুণ বৃদ্ধি সহায়ক সফ্টওয়্যার ব্যবসা এবং পরিবহন পরিষেবার ক্ষেত্রে রপ্তানির পরিমাণ ২০২১-২২ সালে ২২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


সাব- সেক্টর অনুযায়ী কর্মদক্ষতা বৃদ্ধি-


ইনফরমেশন টেকনোলজি- বিজনেস প্রসেস মানেজমেন্ট সেক্টর থেকে শুরু করে শিল্পোদ্যোগ অথবা পর্যটন ক্ষেত্র, বন্দর ও জাহাজ পরিবহন এবং মহাকাশ ক্ষেত্রেও ভারতে তার অগ্রগতি বজায় রেখেছে।


অর্থনৈতিক সমীক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে যে, ১৯৬০-এর দশকে সূচনার পর থেকে ভারতীয় মহাকাশ যাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশীয় মহাকাশ পরিবহন ব্যবস্থা, মহাকাশ সম্পদের বিভিন্ন প্রয়োজন মেটাতে উপগ্রহের ব্যবস্থা নিয়ে গঠিত মহাকাশ সম্পদসহ সমস্ত স্পেস সেক্টরের সক্ষমতা তৈরি করা হয়েছে। সমীক্ষায় আরও বলা হয়েছে যে, ২০২০ সালে মহাকাশে বিভিন্ন সংস্কার করা হয়েছে। এই সংস্কার গুলির মধ্যে রয়েছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের ক্ষমতায়ন। এছাড়া একটি স্বাধীন নোডাল এজেন্সি তৈরি করা হয়েছে, যেমন মহাকাশ বিভাগের অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন এন্ড অথোরাইজেশন সেন্টার। দেশে মহাকাশ জনিত কাজকর্মের আগাম আভাসের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা প্রদান করা হয়েছে।