নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....ফলাফল উত্তোরত্তর ভালো হওয়ার সাথে সাথেই বৃদ্ধি পাচ্ছে মেদিনিপুর ডিএভি স্কুলের শিক্ষার্থী সংখ্যা।এই মুহূর্তে ২৩০০-র বেশি শিক্ষার্থী পড়ে এই বিদ্যালয়ে। শিক্ষার্থীদের আরও সুবিধা দেওয়ার লক্ষ্যে এবং…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....ফলাফল উত্তোরত্তর ভালো হওয়ার সাথে সাথেই বৃদ্ধি পাচ্ছে মেদিনিপুর ডিএভি স্কুলের শিক্ষার্থী সংখ্যা।এই মুহূর্তে ২৩০০-র বেশি শিক্ষার্থী পড়ে এই বিদ্যালয়ে। শিক্ষার্থীদের আরও সুবিধা দেওয়ার লক্ষ্যে এবং বিদ্যালয়ের পরিকাঠামো গত আরো মানোন্নয়ন ঘটানোর লক্ষ্যে আরো একটি নতুন ভবন তৈরিতে এগিয়ে এলো মেদিনীপুর ডি এ ভি স্কুল।
এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার সকালে উল্টোরথের পুন্যতিথিতে মেদিনীপুর শহরের স্বনামধন্য ডিএভি পাবলিক স্কুলে আরও একটি নতুন বিল্ডিং-এর 'ভূমি পুজন' অনুষ্ঠিত হল। প্রস্তাবিত চতুর্থতল বিল্ডিংটির আনুষ্ঠানিক 'ভূমি পুজন' করলেন ডিএভি পশ্চিমবঙ্গ জোনের রিজিওনাল ডিরেক্টর ও দুর্গাপুর ডি এ ভি মডেল স্কুলের প্রিন্সিপাল পাপিয়া মুখার্জি।
এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ,বিশিষ্ট উদ্যোগপতি মদন মাইতি ও ১৯টি ডিএভি স্কুলের প্রিন্সিপালগণ ।বৈদিক মতে যজ্ঞের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। 'ভূমি পূজন' শেষে বিদ্যালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিএভি ন্যাশনাল স্পোর্টস বিষয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় রিজিওনাল ডিরেক্টর পাপিয়া মুখার্জির পৌরহিত্যে।
এই মিটিং পশ্চিমবঙ্গ জোনের ২২টি ডিএভি স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচাররা অংশগ্রহণ করেন। সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হবার জন্য মেদিনীপুর ডি এ ভি-র অধ্যক্ষ এন কে গৌতম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।