Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম -"  স্বামী বিবেকানন্দ " কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ১২/১/২০২২ 
গুরুর কৃপা লাভে,বিলে ছুটে চলেছে বারবার । জাতি ধর্ম নির্বিশেষে,রামকৃষ্ণের দেখা মেলে অবশেষে  যে জন সদ গুরুর দেখা পেলেন, ইনিই হ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম -"  স্বামী বিবেকানন্দ " 

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ - ১২/১/২০২২ 


গুরুর কৃপা লাভে,বিলে ছুটে চলেছে বারবার । 

জাতি ধর্ম নির্বিশেষে,রামকৃষ্ণের দেখা মেলে অবশেষে  যে জন সদ গুরুর দেখা পেলেন, 

ইনিই হলেন ঈশ্বরের ধন স্বামী বিবেকানন্দ। 

ভাব ভক্তি আর আবেগ দিয়ে, 

রামকৃষ্ণের চরণে ঠাঁই  নিলেন । 

তিনিই হলেন ঈশ্বরের ধন  রামকৃষ্ণ ।

"জীবে প্রেম করে যে জন, 

সে জন সেবিছে ঈশ্বর।" 

স্বয়ং স্বামী বিবেকানন্দের বাণী ছিল। 

জীবকে সেবা করে ঈশ্বরের দেখা পেলেন । 

তুমি যে জগত কে আলোর দিশা দেখিয়েছো। 

তুমি যে আমাদের গুরুর গুরু পরম গুরু। 

তোমাদের চরন স্মরণ করে, 

আমাদের দিনগুলি হয় শুরু।  

🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛

ছবি সংগৃহীত