Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাগদ‍্য কবিতা - ওরা জীবন্ত লাশনূপুর আঢ‍্য১২/০১/২০২২
রক্তাক্ত বঞ্চিত শৈশব ওদের,ওরা অনাথ,সমাজের জঞ্জাল!কেউ দেখায় না সহানুভূতি,ওদের একটিই পাওনা ঘৃণা।কুকুর বেড়ালের মতো ঘুরেফিরে,ফুটপাতে খোলা আকাশের নীচেঅনা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

গদ‍্য কবিতা - ওরা জীবন্ত লাশ

নূপুর আঢ‍্য

১২/০১/২০২২


রক্তাক্ত বঞ্চিত শৈশব ওদের,

ওরা অনাথ,সমাজের জঞ্জাল!

কেউ দেখায় না সহানুভূতি,

ওদের একটিই পাওনা ঘৃণা।

কুকুর বেড়ালের মতো ঘুরেফিরে,

ফুটপাতে খোলা আকাশের নীচে

অনাবৃত ভাবে কাটায় দিন,

রোদ বৃষ্টি মাথায় নিয়ে।

ডাস্টবিনে উচ্ছিষ্ট খাবারের জন‍্য

সারমেয়র সাথে করে মিতালী।


ওরাও তোমার আমার মতো মানুষ,

ওদেরও বাঁচার অধিকার আছে,

ওদেরও ইচ্ছা,অনিচ্ছা আছে,

চায় পাঁচজনের মতো বাঁচতে।

হয়তো ওরা লোলুপ কতিপয় মানুষের

ফূর্তির অনাকাঙ্ক্ষিত ফসল।

আজীবন অস্পৃশ্য, অনাহুত,

সমাজের চোখে বেজন্মা,

বেঁচেও যেন ওরা আজ 

সতত জীবন্ত লাশ।