Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
ঘুম নেই       (কবিতা )
আজ সারা রাত চোখে ঘুম নেই, আঁখি আজ নিমেষহারা।খোলা জানালার পারে আমার সাথেজেগেছিল শুধু শুকতারা।                      শুকতারা তন্দ্রাহারা।
সে তো ছিঁড়ে চলে গেছে শপথের মালা।ভেঙ্গে গেছে হাসি গান …

 


সৃষ্টি সাহিত্য যাপন


ঘুম নেই

       (কবিতা )


আজ সারা রাত চোখে ঘুম নেই, 

আঁখি আজ নিমেষহারা।

খোলা জানালার পারে আমার সাথে

জেগেছিল শুধু শুকতারা।

                      শুকতারা তন্দ্রাহারা।


সে তো ছিঁড়ে চলে গেছে শপথের মালা।

ভেঙ্গে গেছে হাসি গান আর প্রেমখেলা।

এ কোন রাগিনী জাগে শূন্য হিয়ায়,

                        ভালোবাসা কেন ছল-ভরা।


সে এখন হয়তো বা গভীর ঘুমে , 

ঘুমপরী চলে গেছে কপোল চুমে।


না বলে গেল সে চলে , নিঠুর হৃদয়!

জীবনে প্রেম কি তবে শুধু অপচয়?

প্রেমের জলসা ঘরে নিবিড় আঁধার , 

                         বীণা আজ বুঝি সুর-হারা।