Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা #শিরোনাম_মাস্টার_দা#কলমে_কুমার_সব্যসাচী #তারিখ_১২_০১_২০২২
যথার্থ একজন শিক্ষক বলা অবশ্যই উচিত,চট্টগ্রামে অসচ্ছলতার মধ্যেও সংকল্প দৃঢ়।অগ্নিযুগের বিপ্লবীগণ কোনদিনই ভুলবার নন,যাঁরা দেশের জন্য প্রাণ দ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_মাস্টার_দা

#কলমে_কুমার_সব্যসাচী 

#তারিখ_১২_০১_২০২২


যথার্থ একজন শিক্ষক বলা অবশ্যই উচিত,

চট্টগ্রামে অসচ্ছলতার মধ্যেও সংকল্প দৃঢ়।

অগ্নিযুগের বিপ্লবীগণ কোনদিনই ভুলবার নন,

যাঁরা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন নিঃস্বার্থে।

সূর্যের ন্যায় তেজ ছিল তাঁর কর্তব্যে অবিচল,

বহরমপুর কৃষ্ণনাথে নববিপ্লবের সূচনা।

হরিশ দত্তের জাতীয় স্কুলে শুরু যে শিক্ষকতা,

তার মাধ্যমে শিক্ষার্থীর মনে জাগ্রত প্রতিবাদ।

নেভাতে পারা যায়নি আগুন প্রবল সংগ্রামে,

ইউরোপিয়ান ক্লাব আক্রমণে প্রীতিলতা দেন প্রাণ।

নারী পুরুষ সমানভাবে একই লড়াই করুক,

প্রতিটি মানুষ এক হয়ে গিয়ে সামিল হোক যুদ্ধে।

অনুশীলন সমিতি থেকে নব যুগান্তর দল,

পুলিন দাস অধ্যক্ষ তখন ঢাকার সমিতিতে।

আলিপুর বোমা মামলা জড়ায় যুবক নেতাদের,

বিচলিত তাও না হয়ে তাঁরা গোপনে চট্টগ্রামে।

অম্বিকা ও যামিনী সেন;সাথে মনীন্দ্র সেন,

কেদারের সাথে রবি ও প্রতুল;ঢাকাতে আগে যুক্ত।

নাগড়খানা পাহাড়ে চলে সশস্ত্র যে বিপ্লব,

খন্ডযুদ্ধ চলতে চলতে ওয়েলিংটনে গ্রেফতার।

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামটি দারুণ লিখিত,

জালালাবাদের মুক্তিযুদ্ধে বীরত্ব যার প্রমাণ।

অস্ত্রাগার লুন্ঠনে যিনি ইতিহাসে পরিচিত,

মাস্টারদা ফাঁসির মঞ্চে;অত্যাচারিত শেষে।