Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সাহিত্য যাপন
একটা মানুষ হও আবীর চ্যাটার্জী12.01.22
 একটা মানুষ হও একটা মানুষ বিবেককে জাগ্রত করো ছুটোনা শুধু টাকার পেছনে একটা মানুষ হও একটা মানুষ.
 বাঁচতে গেলে টাকার প্রয়োজন প্রাচুর্যে থাকতে গেলে টাকার প্রয়োজন রোগ হলে টাকার প্রয়ো…

 


 সাহিত্য যাপন


একটা মানুষ হও

 আবীর চ্যাটার্জী

12.01.22


 একটা মানুষ হও একটা মানুষ

 বিবেককে জাগ্রত করো

 ছুটোনা শুধু টাকার পেছনে

 একটা মানুষ হও একটা মানুষ.


 বাঁচতে গেলে টাকার প্রয়োজন

 প্রাচুর্যে থাকতে গেলে টাকার প্রয়োজন

 রোগ হলে টাকার প্রয়োজন

 উৎসব অনুষ্ঠানে টাকার প্রয়োজন.


 জীবনের সবকিছুই কি টাকায় মেটে

 কিছু কিছু সময় স্বজনের প্রয়োজন

 কিছু সময় বন্ধুর প্রয়োজন

 একাকীত্ব কাটাতে মানুষের প্রয়োজন.


 একটা মানুষ যখন বিপদে পড়ে

 একটা মানুষ যখন অসহায় হয়

 তখন দরকার একটা মানুষের হাত

 যে তাকে উদ্ধার করবে যে থাকবে তার পাশে.


 কিন্তু আমরা সঠিক মানুষ পাই কি

 সবাই ছুটছে টাকার পেছনে

 তাদের যে ফিরে তাকাবার সময় নেই

 আজ তুমি অসহায়, চিনে নাও সেই মানুষদের.


  যারা একদিন ছিল তোমার কাছের মানুষ

তারা আজ একটু একটু করে দূরে চলে গেল

  বিপদ মানুষ চেনায়

  ছুটছো টাকার পেছনে  কিন্তু মানুষ হতে পারোনি.