Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কলমে - মৌমিতা হালদার শিরোনাম - " বিশ্ববিবেক" তারিখ - ১১/১/২০২২
হে মানবতাবাদী বিশ্ববিবেক তোমরা মানবতার কথা বলো, নিজেদের বিশ্বস্বাধীন বলে গণতন্ত্রের পথে বিশ্বশাসন করো আজও তোমরা দেখতে পাচ্ছো না অসহায় নারীর ছ…



সৃষ্টি সাহিত্য যাপন
কলমে - মৌমিতা হালদার
শিরোনাম - " বিশ্ববিবেক"
তারিখ - ১১/১/২০২২

হে মানবতাবাদী বিশ্ববিবেক তোমরা মানবতার কথা বলো,
নিজেদের বিশ্বস্বাধীন বলে গণতন্ত্রের পথে বিশ্বশাসন করো
আজও তোমরা দেখতে পাচ্ছো না অসহায় নারীর ছবি,
পৃথিবীর ইতিহাসে  জঘন্য মানবতা লঙ্ঘনের প্রতিচ্ছবি।

বাঁচার জন্য এই পৃথিবীর মাটিতে চলছে নিত্য সংগ্ৰাম
শতশত বঞ্চিত মানুষ পাই নি এ ধরায় বেঁচে থাকার দাম
কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউবা বৌদ্ধ খ্রিস্টান
দেশের বর্ণ ধর্ম ভাঙতে পারেনি কেউ,সৃষ্টির সংবিধান।

আমি দেখেছি গোপন হিংসায় রক্তাক্ত প্রকাশ্য রাজপথে
ক্ষতবিক্ষত অসহায়  শিশুরদেহ শোকাহত মায়ের বুকে
দানবরূপী মানবগুলো ধর্মান্ধতায় হয়ে উঠেছে উন্মত্ত
অপরাধীরা অপরাধের নেশায় বাতাসকে করেছে বিষাক্ত।

ক্লান্তিহীন মানুষ ছুটে চলেছে দুবেলা দুমুঠো অন্নের সন্ধানে,
খুঁজে বেড়ায় বেঁচে থাকার সুখটাকে এক অসীম তৃপ্ত প্রাণে।
নিজেদের ভরসা হারিয়ে যখন আমরা প্রভুকে ডাকি শত
সকল মানবাধিকার পায়ে ঠেলে পূর্ণ করছি অন্যায় যত।

সভ্যতার শিক্ষায় শিক্ষিত কতো জ্ঞানীগুণী আজ এই জগতে,
অন্যায়ের বিরুদ্ধে করেছি শপথ আমার এই বিবেকের কাছে
বিশ্বশান্তি বজায় রাখতে দশে মিলে করো বিশ্বের স্বার্থে কাজ
সকল বিশ্ববাসীর চেতনা একত্রিকরণে জাগ্ৰত হোক আজ।