Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অমর একুশে ফেব্রুয়ারী- মিঠু ভট্টাচার্য

অমর একুশে ফেব্রুয়ারী..আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারী...আমি কি ভুলিতে পারি..ছেলেহারা শত মায়ের অশ্রুঝরা এ ফেব্রুয়ারী...কেহ কি ভুলিতে পারি..কাঁদতে আসিনি এসেছি ফাঁসির দাবি নিয়ে..রমোনার কোনে জ্বলছে আগুন তুমি দেখো গিয়ে..বুকের …

 


অমর একুশে ফেব্রুয়ারী..

আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারী...

আমি কি ভুলিতে পারি..

ছেলেহারা শত মায়ের অশ্রুঝরা এ ফেব্রুয়ারী...

কেহ কি ভুলিতে পারি..

কাঁদতে আসিনি এসেছি ফাঁসির দাবি নিয়ে..

রমোনার কোনে জ্বলছে আগুন তুমি দেখো গিয়ে..

বুকের রক্তে রাজপথ হলো কৃষ্ণচূড়ার মতো লাল..

বুলেটের ঘায়ে ঝাঁঝরা হলো আব্দুল রফিল জামাল...

যে ভাষাতে মা কে ডাকি সুর করে গাই গান..

যে ভাষাতে রবিবার নজরুল বাংলা মোদের প্রাণ...

মেঠো সুর বাউল গান ভাটিয়ালী সারি জারি..

আগমনী বিজয়া প্রাণের ভাষা আর মরি...

ছন্দে সুরে বর্ণপরিচয় শিশুর সহজপাঠে.

শিকল ছাড়াবিদ্রোহী কবি সুকান্ত তার ভাষাও মিঠে..

হাতে খড়ি স্লেট পেন্সিল খাতা কলম তুলি..

আরণ্যক পথের পাঁচালি ঠাকুরমার ঝুলি...

আবোল তাবোল বঙ্কিম শরৎ প্রথম প্রতিশ্রুতি...

শঙ্খ নবনীতা সুভাষ জীবনানন্দ শক্তি..

আগুনের ভাসিয়ে দিলাম গান রমোনার উর্ধমুখী কৃষ্ণচূড়ার ডালে...

1952র একুশে ফেব্রুয়ারী লুটিয়ে পড়া শহীদ ভাইয়ের কোলে..

শোক বিহবল নই. নই ক্রোধে উন্মত্ত. প্রতিজ্ঞায় অবিচল আমি.

মায়ের সন্তান হারা. পিতৃহারা শিশু. নারী যার ফিরবেনা স্বামী..

সেই শোকে ঈশান কোনে কালবৈশেখি ঝড় ওঠে...

ইতিহাস থমকে দাঁড়ায় মাঠ বাট বন নদী কাঁপে...

ফুল ঝরানো পাখির কলরবে মিছিলের সেই ধ্বনি...

বাংলা আমার মাতৃ ভাষা. সোনার বাংলা জানি..

ফেব্রুয়ারী র একুশ তারিখ দুপুরবেলার অক্ত...

বৃষ্টি নামে.. বৃষ্টি কোথায়.. এতো জামাল বরকতের রক্ত..

হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে.

সেই লোহিতেই লাল হয়েছে রোমনা কৃষ্ণচূড়ার ডাল যে...

প্রভাত ফেড়ির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা...

বিষাদ গীতি গাইছে যেন তিতুমীর এর কন্যা...

চিনতে পারো সোনার ছেলে শামসুর কে চিনতে...

রুদ্ধ স্বাসে প্রাণ দিলো যে মায়ের ভাষা কিনতে...

প্রভাত ফেরিতে চলো বন্ধু চলো ভাইদের সঙ্গে..

বাংলা আমার প্রাণ মান. আমি জন্মেছি এই বঙ্গে...🙏🙏🙏🙏🙏🙏