Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপনকবিতা /বাংলা ভাষা প্রমীলা মৈত্র 
 বাংলা আমাদের মাতৃ ভাষা এই ভাষাতেই কাঁদা হাসা।
এই ভাষাতেই কবিতা  লেখিএই ভাষাতেই স্বপ্ন দেখি।
বাংলা ভাষা আমার মাতৃ দুগ্ধ শুনতে শুনতে হই যে মুগ্ধ।
এমন মিষ্ট ভাষা নাই তো আর বিশ্ব মাঝ…

 


সৃষ্টি  সাহিত্য  যাপন

কবিতা /বাংলা ভাষা 

প্রমীলা মৈত্র 


 বাংলা আমাদের মাতৃ ভাষা 

এই ভাষাতেই কাঁদা হাসা।


এই ভাষাতেই কবিতা  লেখি

এই ভাষাতেই স্বপ্ন দেখি।


বাংলা ভাষা আমার মাতৃ দুগ্ধ 

শুনতে শুনতে হই যে মুগ্ধ।


এমন মিষ্ট ভাষা নাই তো আর 

বিশ্ব মাঝে তাই এত সমাদর।


এই ভাষা  স্তব্ধ করে দিতেছিল যারা 

সেই পাকিস্তানি ঊর্দ ভাষি হানাদাররা।


কত না প্রাণ বলি দিয়েছে  ভাষার তরে

কত মা শূণ‍্য বুকে বেঁচেছিলেন  হা হা কার করে।


বাংলা ভাষার সুর ধারা

সুর লোকের অমৃত ঝরা।


বাংলা ভাষায়  লিখেছেন কত গল্প গাঁথা

তাদের তরে নত করি মাথা।


সুধা ভরা আমাদের বাংলা ভাষা 

জানাই আদরে হৃদয়ের  ভালোবাসা।


শেষে মনে করি সেই সব দামাল ছেলেদের 

রফিক সালাম  জব্বারদের।


আমরা তোমাদের বলিদান ভুলব না

বাংলার ইতিহাসের খাতায় থাকবে সে বেদনা।