সৃষ্টি সাহিত্য যাপনশহীদ দিবস নিয়ে আমান ২১-০২-২০২২
গান কবিতা চাই না শুধুশহীদ দিবস নিয়ে,শহীদ যারা কি পেল তাঁরবুকের রক্ত দিয়ে।শহীদ মিনার চাননি তাঁরাচাইছেন মাতৃভাষা,বাংলা ভাষায় বলবে কথাতাঁদের ছিল আশা।সেই আশাতে জ…
সৃষ্টি সাহিত্য যাপন
শহীদ দিবস নিয়ে
আমান
২১-০২-২০২২
গান কবিতা চাই না শুধু
শহীদ দিবস নিয়ে,
শহীদ যারা কি পেল তাঁর
বুকের রক্ত দিয়ে।
শহীদ মিনার চাননি তাঁরা
চাইছেন মাতৃভাষা,
বাংলা ভাষায় বলবে কথা
তাঁদের ছিল আশা।
সেই আশাতে জীবন দিলেন
একুশ ফেব্রুয়ারি,
সালাম রফিক জব্বার সহ
বরকত ভাইয়ের সারি।
দেশের ভাষা বাংলাই হবে
বাংলার মনোবল,
ভেঙ্গে দিতেই গুলি চালায়
জিন্না খানের দল।
না দমেননি দাবায়ে তোরা
পারিস নি তো রাখতে,
বিশ্ব এখন মা'কে পারে
মাতৃভাষায় ডাকতে।
আজ বিশ্বে সবাই জানে
মাতৃভাষার দাম,
ভাষার জন্য জীবন দেয়া
নয়তো সহজ কাম।
কেবল মাত্রই বীর বাঙ্গালী
এমন কাজটি করে,
দৃষ্টান্ত এক সৃষ্টি করেন
বিশ্ব লোকের ঘরে।