Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্যে যাপনশিরোনাম : তোমার সঙ্গে।কলমে : রাজা চক্রবর্তীতারিখ : ২২/২/২২.
তোমার সঙ্গে কথা বলা,আমার কাছে বেঁচে থাকার সবচেয়ে বড় উৎসব- তোমার সঙ্গে দেখা হওয়া,ভোরের প্রথম আলোতে হৃদয়ের দরজা খোলা।তুমি কথা বল মানেই আম,জাম, কাঁঠা…

 


সৃষ্টি সাহিত্যে যাপন

শিরোনাম : তোমার সঙ্গে।

কলমে : রাজা চক্রবর্তী

তারিখ : ২২/২/২২.


তোমার সঙ্গে কথা বলা,

আমার কাছে বেঁচে থাকার সবচেয়ে বড় উৎসব- 

তোমার সঙ্গে দেখা হওয়া,

ভোরের প্রথম আলোতে হৃদয়ের দরজা খোলা।

তুমি কথা বল মানেই 

আম,জাম, কাঁঠাল, হিজলি, বট, অশ্বত্থ ওরা বাতাসের ধাক্কায় আনন্দে মেতে ওঠে।

আমি আড়ি পেতে থাকি,

ব্যস্ত শহরের ভিতরেও তোমার কণ্ঠস্বর শুনবো বলে। 

তুমি কথা শুরু করলে,

তোমার প্রতিটি কথাই যেন এক কবিতার মূর্ছনা।

তুমি চুপ করে থাকলে,

পৃথিবীর সমস্ত আলো নিভে গিয়ে অন্ধকার নেমে আসে, যেন অমানিশারা বিভীষিকা গ্রস্থ।

তোমার নিস্তব্ধতা বুঝতে পেরে,

রাতের তারারা আকাশে দরজা বন্ধ করে দেয়।

তুমি হাসতে ভুলে গেলে,

কালো মেঘরা ভিড় করে সমস্ত আকাশে জুড়ে,

আমি কবিতা লিখতে ভুলে যাই।

তুমি আমার কাছে এলে,

তোমার সান্নিধ্যে আমি রবীন্দ্র সংগীত উপলব্ধি করি, মনে হয় অসময়ে বসন্তের আবির্ভাব।

তোমার প্রতিটি সুন্দর মুহূর্ত,

আমার কাছে ভরা জোছনায় নীল আকাশের নিচে সাদা তাজমহলের অপূর্ব শোভা আর কোহিনুর মনির আলোর বিচ্ছুরণে ফেটে পড়ে তোমার হাসি। 

তুমি যখন আমার দিকে তাকাও,

তোমার চোখের চাহনিতে আমার লোমকূপের ডগায় ডগায় নেচে বেড়ায় চঞ্চল চপল হরিণীর নৃত্য।

তুমি যখন চলে যাও,

তোমার প্রতিটি বাক্য প্রতিধ্বনিত হয়ে আমার কানে এক একটি কবিতার প্রতিটি শব্দের শুভ্র শিশির বিন্দু গুলো সূর্যের তীব্র আলোতে শুষে নিতে নিতে কোথায় যেন মিলিয়ে যায়।


R.c...@..22/2/22.