Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার আবেদন, বামপন্থী নেতাদের

ঘন্টু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরতৃণমূলের শাসনকালে আজ গণতন্ত্র বিপন্ন। মানুষের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে বামপন্থীরা আজীবন লড়াই করে আসছে, বর্তমানে সেই লড়াইয়ে শামিল হওয়ার জন্য এলাকার মানুষদের শামিল হওয়ার আহ্বান জা…


ঘন্টু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর

তৃণমূলের শাসনকালে আজ গণতন্ত্র বিপন্ন। মানুষের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে বামপন্থীরা আজীবন লড়াই করে আসছে, বর্তমানে সেই লড়াইয়ে শামিল হওয়ার জন্য এলাকার মানুষদের শামিল হওয়ার আহ্বান জানালেন বামপন্থী নেতৃত্বরা। বুধবার তমলুক পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী গৌতম পন্ডার সমর্থনে এক রাজনৈতিক কর্মী সভায় এই আবেদন জানানো হলো। নেতৃত্বরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন এই ওয়ার্ডের সাধারণ মানুষের স্বার্থে এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না তৃণমূল বিজেপিকে। আজীবন বামপন্থীরা লড়াইয়ের মধ্যে ছিল এখনো থাকবে। এই ওয়ার্ডের প্রার্থী গৌতম পন্ডা ছাড়া সিপিআই এর রাজ্য পরিষদের সদস্য বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলার যুব নেতা গৌরাঙ্গ কুইলা, সিপিআইএম নেতা চন্দ্রশেখর পাঁজা সহ অন্যান্য বামপন্থী নেতৃত্ব উপস্থিত ছিলেন। গৌতমবাবুর প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেসের চন্দন দে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সব্যসাচী দাস।