Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তর-পূর্বের জন্য নতুন উদ্যোগ 'পিএম ডিভাইন'; বরাদ্দ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা

দেবাঞ্জন দাসসম্প্রতি সংসদে বাজেট পেশ করার সময় উত্তর-পূর্ব ভারতের জন্য একটি নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগ 'পিএম ডিভাইন'-কর্মসূচির কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী …


দেবাঞ্জন দাস

সম্প্রতি সংসদে বাজেট পেশ করার সময় উত্তর-পূর্ব ভারতের জন্য একটি নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগ 'পিএম ডিভাইন'-কর্মসূচির কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন। 

 

অর্থমন্ত্রী বলেছেন যে 'প্রধানমন্ত্রী ডিভাইন' উত্তর-পূর্ব ভারতের মাধ্যমে বাস্তবায়িত করা হবে। নতুন এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। এটি প্রধানমন্ত্রী গতিশক্তির চেতনায় এবং সামাজিক উন্নয়নের জন্য পরিকাঠামোগত সুযোগ-সুবিধার মাধ্যমে গৃহীত হবে। এই ধরনের প্রকল্প যুব ও মহিলাদের জন্য জীবিকা নির্বাহের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে। যদিও এটি বিদ্যমান কেন্দ্র-রাজ্য প্রকল্পগুলির বিকল্প হবে না।

 

প্রাথমিকভাবে যেসব প্রকল্পের কথা বিবেচনা করা হয়েছে-

 

১) গুহাটিতে শিশু এবং বয়স্কদের জন্য হেমাটোলিম্ফয়েড ক্যান্সার ব্যবস্থাপনা।

বরাদ্দকৃত অর্থের পরিমাণ- ১২৯ কোটি টাকা।

২) নেকটার লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট।

বরাদ্দকৃত অর্থের পরিমাণ- ৬৭ কোটি টাকা।

৩) পূর্ব ভারতে বিজ্ঞানসম্মত জৈব কৃষি ক্ষেত্রে উন্নয়ন ব্যবস্থা।

বরাদ্দকৃত অর্থের পরিমাণ-৪৫ কোটি টাকা। ৪) আইজল বাইপাস নির্মাণ। বরাদ্দকৃত অর্থের পরিমাণ- ৫০০ কোটি টাকা।

৫) পশ্চিম সিকিমে যাত্রীবাহী রোপ ওয়ে নির্মাণ। বরাদ্দকৃত অর্থের পরিমাণ-৬৪ কোটি টাকা।

৬) সাউথ দক্ষিণ সিকিমের পরিবেশবান্ধব রোপ ওয়ে তৈরি। বরাদ্দকৃত অর্থের পরিমাণ-৫৮ কোটি টাকা।

৭) মিজোরামে রাস্তা নির্মাণ খাতে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

এছাড়া অন্যান্য খাতের জন্য ৫৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।