Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা "একুশে একটি দিন"সুনীল বণিক। ২১/০২/২০২২*****************একুশে ফেব্রুয়ারি একটি দিনই কেনো
রোজ হোক না ভাষা দিবস---------
এসো নিজের ভাষাকে দেখি, বুঝি 
ভালোবাসি অন্তর থেকে, সকলে মিলে------
পূজা যদি করতেই…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা 

"একুশে একটি দিন"

সুনীল বণিক। 

২১/০২/২০২২

*****************

একুশে ফেব্রুয়ারি একটি দিনই কেনো


রোজ হোক না ভাষা দিবস---------


এসো নিজের ভাষাকে দেখি, বুঝি 


ভালোবাসি অন্তর থেকে, সকলে মিলে------


পূজা যদি করতেই হয় তবে


দেশ মাকে পূজা করি প্রতিদিন আর


মাতৃভাষাকে সম্মান করি জীবন ভর।


যারা মাতৃভাষাকে বাঁচাতে 


বাঁচতে পারেনি নিজেরা, শহীদ হলেন-----


তাদের সম্মান জানাতে শুধু


একটা দিনই যথেষ্ট নয়, প্রতিদিন,


সারা বছর হোক পালিত ভাষা দিবস----


হোক পূজন ঘরে ঘরে আর অন্তরে অন্তরে।।


****************0******************