Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#গর্বের_ভাষা
পলাশ শিমূলের মতো ঝরে পড়ল মাটিতে টুপটাপ করে কত রক্তের ফোঁটা, দেহঢাকে সব কৃষ্ণচূড়ার রঙে রক্তে ভাসলো ঢাকার পথটা গোটা। 
নিরীহ মিছিলে ছুড়েছিলে কিছু গুলি বন্ধ করতে বাংলার কণ্ঠস্বর, রফিক জব্বার রা দিয়েছিল বুক পেতে ছিনিয়ে…

 


#গর্বের_ভাষা


পলাশ শিমূলের মতো ঝরে পড়ল মাটিতে 

টুপটাপ করে কত রক্তের ফোঁটা, 

দেহঢাকে সব কৃষ্ণচূড়ার রঙে 

রক্তে ভাসলো ঢাকার পথটা গোটা। 


নিরীহ মিছিলে ছুড়েছিলে কিছু গুলি 

বন্ধ করতে বাংলার কণ্ঠস্বর, 

রফিক জব্বার রা দিয়েছিল বুক পেতে 

ছিনিয়ে নিল মাতৃভাষার অধিকার। 


ভেঙ্গে দিয়েছিলে মিছিলটা সেদিন ঠিক 

কত স্বজন হারিয়েছিল কত অবলা,

নিংড়ে নিয়েছিল সেদিন অনেক রক্ত 

তবুও কাড়তে পারোনি মোদের বাংলা। 


রক্তে সেদিন ভেজেনি শুধু পোশাক 

তাল খেজুরের মাঝে উঠল লাল আশা,

শুকনো গাছে এত যে মধুর রস --

বিশ্ব পেল তাই এমন মিষ্টি মধুর ভাষা। 


অত্যাচার দেখেছিল গোটা বিশ্ব 

ইচ্ছে দিয়ে রোখা যায় খবরদারি, 

ভাষার জন্য জীবন দেওয়া যায় 

দেখিয়েছিল গর্বের একুশে ফেব্রুয়ারি। 


জন্মে যে ভাষা লেগেছে মোদের জিভে 

তার পরিপূরক তো আর কিছু নয়, 

শিক্ষিত একাংশের বাংলা প্রীতি দেখে 

শহীদদেরও লুকিয়ে কাঁদতে হয়। 


কেঁদেছিলেন তিনিও মাইকেল হয়ে

গীতাঞ্জলি ও তো করল বিশ্বজয়,

আমাদের গর্ব রবিন্দ্র নজরুল 

বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয়। 


সকাল শুরু  মায়ের ভাষায়

সন্ধ্যায় পশ্চিমে বিলীন, 

সাত সমুদ্রের মিশবো আমরা দেখো

চুকাবো মাতৃভাষার সেই ঋণ।

 

                #রমাকান্ত