Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেছেদা ও পাঁশকুড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭তম জন্মতিথি পালন

বাবলু বন্দ্যোপাধ্যায়।     পূর্ব মেদিনীপুরপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক এর মেছেদাও পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি উদযাপন করা হল মহাসমারোহে শুক্রবার। পাঁশকুড়া পৌরসভার ১০ নম…

 




বাবলু বন্দ্যোপাধ্যায়।     পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক এর মেছেদাও পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি উদযাপন করা হল মহাসমারোহে শুক্রবার। পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মহাপাত্র  রামকৃষ্ণদেবের  মূর্তিতে  মাল্যদান এর মধ্য দিয়ে আজকের দিনটি পালন করেন। উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার থেকে নির্বাচিত কাউন্সিলর চঞ্চল খাঁড়া। সুমনা মহাপাত্র রামকৃষ্ণদেবের  আধ্যাত্বিক বিষয়গুলি তুলে  ধরেন। অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদার গুলুড়িয়া শ্রী রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনে ও আজকের দিনটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করলেন শিক্ষিকারা। উপস্থিত ছিলেন স্কুলের সম্পাদক সুকুমার মাইতি, স্কুলের প্রধান শিক্ষিকা শিপ্রা গুড়িয়া,  অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন মুনমুন বেরা। আধ্যাত্বিক বিষয়ে বক্তাদের  বক্তব্য  ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলে।