Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন। ******************হঠাৎ মন।*********
সবে পরিচয়ের প্রথম লগ্ন ভয় মিশ্রিত চাহনী।ভাবনারা লাগাম ছাড়া মনের অলিন্দে খুশীর দোলা।শঙ্কা কাটাতে কিছু গানের কলি মুখে উদাসীন চোখ।হটাৎ দূরে চলে যাওয়া, একরাশ মন খারাপের বিকেল।গঙ…

 


সৃষ্টি সাহিত্য যাপন। 

******************

হঠাৎ মন।

*********


সবে পরিচয়ের প্রথম লগ্ন ভয় মিশ্রিত চাহনী।

ভাবনারা লাগাম ছাড়া মনের অলিন্দে খুশীর দোলা।

শঙ্কা কাটাতে কিছু গানের কলি মুখে উদাসীন চোখ।

হটাৎ দূরে চলে যাওয়া, একরাশ মন খারাপের বিকেল।

গঙ্গার তীরে বসে তোমার লেখা চিঠি কিছুটা বিষ্ময়।

অপেক্ষার প্রহর কাটছিল না সদ্য খুশি হওয়া মনের।

তোমার পথের বর্ননা আর ভাবনার প্রকাশ ছিল সুন্দর। 

আমি অবাক বিষ্ময়ে ভাবতাম তুমি সুন্দর। 

প্রতিটি কথায় ছিল এক অদ্ভুত অনুভূতির প্রকাশ। 

সেই স্বপ্ন দেখা শুরু আমার আজ তুমি অনন্যা।

আমার কাব্যের একমাত্র নায়িকা রাজনন্দিনী।

ঝড় বৃষ্টি তুফান তেজদ্বীপ্ত রৌদ্র পথ হাঁটি দুজনে।

দুজনের মনের মাঝে সৃষ্টি হয় নিত্যনতুন কাব্যের ছন্দ।

এক আকাশ দেখি গভীর সুখে ক্যানভাস ভরে মনের রঙে।

আমার প্রকৃতির সাথে সখ্যতা বেশি সাজাই তোমার জন্য। 

তুমি ছবি আঁক বাস্তবের আঁতুর ঘর থেকে।

ভাবনার এই বৈপরীত্য নিয়েই আমার গোপন অভিসার। 

কাব্যের গভীরতা কখনো জীবনের ছবি আঁকে।

হটাৎ পাওয়া এক প্রেমময় বসন্ত মরুভুমি মনের মাঝে।

মেঘের মাঝে ভাসিয়ে দিলে স্বপ্ন প্রদীপ হয়ত ভালো বেসে।


"মেঘদূত "

25,03,2022 

কোলকাতা।