Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা,,, শিরোনাম...         "এসব কথা"✍️ কলমে,, ~মিতা দাস**** তাং,,, ২৬/০৩/২২ ****
বহুদিন পর খুলবো তালা বন্ধ পিঞ্জরের,,,পোষা পাখিটার ডানা উড়াবো দেখাবো জমানা,ভালোবাসা যদি পেতে চায় কারো করবোনা মানা।
বলবো…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা,,, শিরোনাম...

         "এসব কথা"

✍️ কলমে,, ~মিতা দাস

**** তাং,,, ২৬/০৩/২২ ****


বহুদিন পর খুলবো তালা বন্ধ পিঞ্জরের,,,

পোষা পাখিটার ডানা উড়াবো দেখাবো জমানা,

ভালোবাসা যদি পেতে চায় কারো করবোনা মানা।


বলবো তারে,, ফুড়ুৎ করে যা না উড়ে যা,

হৃদয় পোড়া মাঠগুলো সব করে খাঁ খাঁ..!

সেখান থেকে তুলে আনো ভালোবাসার দানা।।


কোথাও যদি নিবিড় বনে ভালোবাসা জানে,

খুঁজে নিক এবার নাহয় আসল কথার মানে,,

যদি কারও এসব কথা থাকে যদি জানা।।


পেখম তুলে যেমন ময়ূর ঘোমটা খুলে নাচে,

মনটা উড়ো, দখিন হাওয়ার ভালোবাসার কাছে,

আকাশপথে পাড়ি দিয়ে দিচ্ছে নানান হানা।।


আজ মনে হয় উড়ুক্কু মন উড়বে বাসা ফেলে,

যা চলে যা যেথায় খুশি ইচ্ছে ডানা মেলে,,,

করিসনা আর ছল চাতুরি নানান বাহানা।।


শাল পলাশের শিমূল তলায় পুড়ছে রে যৌবন,

নেশার চোটে মাদল বাজায় আকছার মৌবন,,,

হাজার প্রশ্ন জাগে মনে জানা অজানা।।


এদিক ওদিক আর চেওনা ফেরাও নজর দৃষ্টি,

ভালোবাসা প্রেম কাহিনী ওজ'র কলা কৃষ্টি,

সৃষ্টিমূলের মূল ভাবনা বদলানো যায় না ।।


যাসনা রে মন এদিক ওদিক এসব কথা বোঝো,

ভালোবাসার অমৃতসুধা এবার একটু খোঁজো,,,

যার বিহনে জীবন যে যায় বুঝেও বোঝো না।।