Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন     ** আমার কবিতা **             কলমে-উমা দাস             26/3/22 আমার কবিতা জেগে থাকে আমার কল্পনাতেসমস্ত আবেগ -উচ্ছাস-সুখ-দুঃখের-অনুভূতিতে।কবিতার ভাষা কবিতার কথা সবই হয়তো আমার পাগলামিকিন্তু সেখানে স্বাধীন ভাব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

     ** আমার কবিতা **    

         কলমে-উমা দাস

             26/3/22

 আমার কবিতা জেগে থাকে আমার কল্পনাতে

সমস্ত আবেগ -উচ্ছাস-সুখ-দুঃখের-অনুভূতিতে।

কবিতার ভাষা কবিতার কথা সবই হয়তো আমার পাগলামি

কিন্তু সেখানে স্বাধীন ভাবে বিচরণ করতে পারি আমি।

আমি হেয়ালি,খামখেয়ালি সর্বদাই থাকি উদাসীন

আমার কবিতাকেও ঠিকমতো সাজাতে পারিনি কোনোদিন।

হয়তো আমার মনের কিছু বাসনা...

আমি কবিতার মধ্যে করেছি সূচনা।

আবার আমার অনেক ইচ্ছের খবর

আমি কবিতাতেই সাজিয়েছি জব্বর।

ব্যস্ততার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখি

কলম আর কবিতা নিয়েই সব ভুলে থাকি।

সব কাজের শেষে অভুক্তের মতো কবিতার কাছেই নিই আমি ঠাঁই

মনের সব কথা অনর্গল বলে পেট ভরাই।

আমি কবিতার জন্যই আছি আর কবিতার জন্যই বাঁচি

আবেগে,আনন্দে,সুখে দুঃখে পৌঁছায় কবিতার কাছাকাছি।

কখনো হাসায় কখনো কাঁদায় আমার কলমের কালি

কেউ পড়ে বাহবা দেয় আবার কেউ দেয় গালি।

তবুও আমি কবিতার মায়াজালেই থাকি আঁকা

 এটাই হয়তো আমার  শান্তিতে বেঁচে থাকা।

আমার কলম জোগায় অস্ত্রের চেয়েও বেশি শক্তি

তাই আমি আমার কলমকে সর্বদাই করি ভক্তি।