Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতায় বেঁচে থাকার সাধ হয়।
শিরোনাম -কবিতা আমারকলমে -ঝুমা মল্লিক21/3/2022
শুধু কবিতায় বেঁচে থাকি।কবিতায় বেঁধে রাখি বিশ্ব সংসার। মনের ঘরে আলো ,অন্ধকার দূরে গেলেই ,সব ভালো।দেখো,একদিন ওরাও মুখোশ খুলে ফেলবেমানুষে মুখোশে দ্বন্দ্ব কমবে । …



কবিতায় বেঁচে থাকার সাধ হয়।


শিরোনাম -কবিতা আমার

কলমে -ঝুমা মল্লিক

21/3/2022


শুধু কবিতায় বেঁচে থাকি।

কবিতায় বেঁধে রাখি বিশ্ব সংসার।

 মনের ঘরে আলো ,অন্ধকার দূরে গেলেই ,সব ভালো।

দেখো,একদিন ওরাও মুখোশ খুলে ফেলবে

মানুষে মুখোশে দ্বন্দ্ব কমবে । আবিষ্কার হবে মনুষ্যত্ব।মানুষের যা কর্তব্য।

একটি কবিতা লিখবো সবার জন্য.

এই মোর অঙ্গীকার।


টুকরো টুকরো কাগজ

বিন্দু বিন্দু রক্তে লিখবো স্বাধীনতার কবিতা

ইতিহাসের পাতায় জেগে থাকবে বিপ্লবী।

কিন্তু যুদ্ধ নয়,এইবার শান্তির করো প্রতিজ্ঞা।


আমি সেই কবিতাই লিখেছি

জলজাহাজে সমদ্র পারি দিয়েছি

নুড়ি পাথর ,মুক্তোর ভেদ বুঝেছি।

মুক্ত মালায় ভালোবাসা বেঁধেছি।


মানুষ কি চায়?

অসময়ে অনেকের চরিত্র বদলে যায়।

তবুও ,আমি জয়টিকা লাগাবো

মানুষে মানুষে ভালোবাসা বাড়বে ।

আমি স্বপ্ন দেখবো ,জেগে থাকবো ।

একটা ভালোবাসার কবিতা লিখবো।


কবিতায় আমি আলো ছড়াই

অন্ধকার তাড়াই,বন্ধুত্বের হাত বাড়াই

চাঁদ আগলে রাখি আঁচলে।

তোমরা,তবুও মাটি ভাগ করো ,কাঁটাতারের পাঁচিলে।


কবিতার জন্য আমার নদী জন্ম হয়েছে।

একদিন আমিও থাকবো না।

ক্ষতি কি?বেঁচে থাকে আমার কবিতা যদি!