Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবসর জীবন কালে নিজেদের দুর্বল অসহায় ভাববার বিষয় নয়, কোলাঘাটে কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মচারীদের সভায় আলোচনা

বাবলু বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরঅবসর জীবন মানেই অবসাদ বা হতাশ নয়, বয়স কালে আমাদের সবার সংসারে গ্রামে পাড়ায় অনেক কিছু দেওয়ার আছে, করার আছে, সীমান্ত রক্ষায় যেমন কম বয়সী জওয়ানদের প্রয়োজন আছে এমনি রাষ্ট্র পরিচালনার জন্য…

 


বাবলু বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর

অবসর জীবন মানেই অবসাদ বা হতাশ নয়, বয়স কালে আমাদের সবার সংসারে গ্রামে পাড়ায় অনেক কিছু দেওয়ার আছে, করার আছে, সীমান্ত রক্ষায় যেমন কম বয়সী জওয়ানদের প্রয়োজন আছে এমনি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন হয় পাকা মাথার অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিদের। অবসর জীবন কালে নিজেদের দুর্বল অসহায় কমজোরি  না ভাবা ভালো বলে আলোচনায় উঠে এলো শনিবার কোলাঘাট কাঠচড়া ক্রিকেট ময়দানে কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন এর ২৬ তম  বার্ষিক সভা ও মিলন উৎসব অনুষ্ঠানে। কোলাঘাট, মেচেদা ,পাঁশকুড়া, বাগনান, দেউলটি এলাকার কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত হয়ে ছিল এই অনুষ্ঠানে। রাজ্য সরকারের কোভিদ বিধি নিয়ম কে মান্যতা দিয়ে  অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি শশাঙ্ক শেখর মাইতি।  প্রতিনিধিদের ফুল চন্দন মালা পড়িয়ে অভ্যর্থনা জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সম্পাদক সমরেশ কুমার ব্যানার্জি বলেন  সময় একটা এমন জিনিস কারো বাধা মানে না, কালের গতিতেই এগিয়ে যায়। সবাইকেই মেনে নিতে হয় এই অবসরকালীন সময়ের বিভিন্ন দিক গুলি কে। এক সঙ্গে মিলিত হলাম ,সবাইয়ের সঙ্গে কথা হলো অবসরকালীন সময়ে এটাই তো পরম প্রাপ্তির বিষয়। অনুষ্ঠানে প্রায় বারোশো কর্মচারী উপস্থিত হয়েছিল বলে জানা গেছে।