Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাম্য -মৈত্রী -ঐক্যের- মূর্ত প্রতীক সম্মানে বন্দিত শ্রীচৈতন্যের দোলযাত্রা কোলাঘাটে।

বাবলু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর
ফাল্গুনী পূর্ণিমা দোলযাত্রার দিনেই নদীয়ায় জগ নাথ মিশ্র ও শচীমাতার সংসারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব। পরবর্তী পর্যায়ে তিনি পরিণত হয়ে উঠেছিলেন লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর


ফাল্গুনী পূর্ণিমা দোলযাত্রার দিনেই নদীয়ায় জগ নাথ মিশ্র ও শচীমাতার সংসারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব। পরবর্তী পর্যায়ে তিনি পরিণত হয়ে উঠেছিলেন লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মীয় মহাপুরুষ। ষোড়শ শতাব্দীর সমাজ সংস্কারক ও সাম্য মৈত্রী ঐক্যের মূর্ত প্রতীক সম্মানে আজও তিনি বিশ্ববন্দিত। ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্য জীবনী সাহিত্য বঙ্গীয় সন্ত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল দুই বাংলায়। বিশ্বের যেখানে যত কৃষ্ণভক্ত বৈষ্ণব সম্প্রদায় আছেন এই দোল পূর্ণিমার সাথে গৌর পূর্ণিমা উদযাপন করেন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার জয় নিতাই গৌর সেবাশ্রমে চৈতন্যদেবের ৫৩৮ তম জন্মতিথি ও রাধা কৃষ্ণের দোলযাত্রা শুরু হল বৃহস্পতিবার থেকে। জাতি ধর্ম নির্বিশেষে প্রকৃতির সাথে বহু মানুষ একে অপরকে নানা রঙে রাঙিয়ে বসন্ত উৎসবে শামিল। আজকের এই পবিত্র দিনটিকে সামনে রেখেই সপ্তাহব্যাপী শ্রীমৎ ভগবত গীতা পাঠের আয়োজন ধর্মপ্রিয় মানুষজনদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজক জয় নিতাই গৌর সেবাশ্রম এর সম্পাদক কল্যান সামন্ত জানান গৌর পূর্ণিমা ও দোলযাত্রা উদযাপনে বরাবরের মতো এবারও সর্বস্তরের মানুষের জন্য অন্য প্রসাদ এর ব্যবস্থা করা হয়েছে যা কিছু আয়োজন সম্পূর্ণটাই কোভিদ বিধিকে মেনেই। অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকের ব্লকের শান্তিপুর বন্ধু সংঘের উদ্যোগে বসন্ত উৎসব কে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সমাজসেবী সুকুমার মাইতি, শান্তিপুর বন্ধু সংঘের জাহাঙ্গীর বাদশা ,সাবির আলি , দেব মল্লিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।