Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

নারী দিবস একদিনের নয়**************************শিক্ষিত সমাজে পুরুষ শাসিত সমাজে নারীদের কলঙ্কিনী আখ্যা দেওয়া বন্ধ করো,কলঙ্কিত নারী নিজে হয়না।যেদিন সকল নারী নির্যাতনের শিকার হতে মুক্তিপাবে পণ প্রথা বন্ধ হবে রাতের অন্ধকারে নির্ভয়…

 




নারী দিবস একদিনের নয়

**************************

শিক্ষিত সমাজে পুরুষ শাসিত সমাজে নারীদের কলঙ্কিনী আখ্যা দেওয়া বন্ধ করো,

কলঙ্কিত নারী নিজে হয়না।

যেদিন সকল নারী নির্যাতনের শিকার হতে মুক্তিপাবে পণ প্রথা বন্ধ হবে রাতের অন্ধকারে নির্ভয়ে রাস্তায় চলতে পারবে কোনো নারী ধর্ষিত হবনা , সেদিন হবে নারী দিবস।

তুমি নারী তাই তোমার ইচ্ছের মূল্য নেই,

প্রতিবাদি হলে তুমি সেচ্ছাচারী ,

তুমি নারী তোমার পুরুষ বন্ধু থাকতে নেই।

তুমি নারী তোমার বাইরের জগৎ বলে কিছু থাকতে নেই,

তুমি নারী তোমার সন্ধ্যের পরে বাইরে থাকতে নেই,

লোকচক্ষুতে খারাপ দেখায়।

তুমি নারী তোমাকে বেশি বেলা পর্যন্ত ঘুমোতে নেই,

তুমি নারী সবার আগে খেতে নেই লোকে নিন্দে করে।

তুমি নারী তোমার পছন্দের পোশাক পরতে নেই,

লোকে কি বলবে এ বাবা কেমন পোশাক পরেছে ,

লাজ লজ্জা নেই।

নারী মানে সমাজ সংসার জানে, তারা কেবল অন্যের মনের মতো হয়ে চিরকাল চলবে,

প্রথম বয়সে বাবার মধ্যবয়সে স্বামীর শেষ বয়সে সন্তানদের।

সমাজ সংসার লোকলজ্জা এসব নিয়েই জীবন শেষ,

ভুলে যায় যে এক নারীর নাড়ী কেটেই নারী পুরুষ জন্ম নেয় ।

এক নারী ইচ্ছে স্বপ্ন চেপে রেখে চলবে এটা কখনো নয়, ইচ্ছে মতো চলা মানে সেচ্ছাচারীতা নয়।

এক নারী এক পুরুষকে প্রতিষ্টিত করে সমাজের বুকে,

এক নারী পারে ভালবাসায় সংসার গড়ে তুলতে।


জয়ীতা মিত্র

৮/৩/২০২২