Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

কবিতা   :   হাত ছেড়ো না বন্ধুকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ১০ , ০৩ , ২০২২
যে যেথা ছিল সেথায় আজ আর নাই কেউ ,তাদের নিয়েছে তুলে আগুনের মহা ঢেউ ;আছে যারা তারা রয়েছে পড়ে পোড়া শ্মশানে ,না-নেভা কাঠ রয়েছে পড়ে এখানে সেখানে ।
ব…

 


কবিতা   :   হাত ছেড়ো না বন্ধু

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১০ , ০৩ , ২০২২


যে যেথা ছিল সেথায় আজ আর নাই কেউ ,

তাদের নিয়েছে তুলে আগুনের মহা ঢেউ ;

আছে যারা তারা রয়েছে পড়ে পোড়া শ্মশানে ,

না-নেভা কাঠ রয়েছে পড়ে এখানে সেখানে ।


বসতবাড়ি না শ্মশান--চেনার নাই উপায় ,

মৃত্যুপুরী যেন--শবের পাশে শব ঘুমায় ;

পড়ে আছে শব সর্বত্র নারী-শিশু-বৃদ্ধের ,

চিহ্ন রেখে গেছে নেকড়েরা পৈশাচিক যুদ্ধের ।


দু'পায়ে শব ঠেলে নেকড়েরা গেছে সমুখপানে ,

ভাবীকালের অভিশাপ ফেলে রেখে শ্মশানে ;

দেখেছি যেমন দেখব আবারও পঙ্গু সভ্যতা ,

ছড়িয়ে যাচ্ছে বিষ তার--নিষ্ঠুর অসভ্যতা ।


অনেক কেঁদেছে--ছেড়ে গেছে যারা ভিটেমাটি ,

যায়নি যারা হারিয়ে গেছে মৃত্যুকে করে সাথী ;

বিধাতা বলে কেউ লেখে না মৃত্যু কারও হাতে ,

মৃত্যু রচি আমরা আমাদের স্বার্থের সংঘাতে ।


আকাশময় যুদ্ধবিমান মাটিতে কালো ছায়া ,

শৃগাল শকুন কাঁদে মানুষের নাই মায়া ;

বারুদের গন্ধে আজ বাতাস হয়েছে ভারী ,

পথে পথে ঘাতকশক্তির দেখছি সাঁজোয়া গাড়ি ।


দেখছি মৃত্যুর কালো ছায়া  কৃষ্ণসাগর ঘিরে , 

অচিরে হারিয়ে যাবে সভ্যতা কঠিন তিমিরে ;

পোড়া লাশের কটু গন্ধে বাতাস  অবরুদ্ধ ,

শান্তিতে একটু বাঁচতে চাই--চাই না কেউ যুদ্ধ ।


তবু হাত ছেড়ো না বন্ধু সংকটে কেউ কারও ,

প্রয়োজনে রক্ত যদি দিতে হয় দাও আরও ।

--------------------------------------------------------------