Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

#দৈনিক_প্রতিযোগিতা#বিভাগঃকবিতা#শিরোনামঃপ্রশ্নে_কবিতা#✍️✍️✍️কানন পটুয়া#তারিখঃ২২_০৩_২০২২
যা লিখেছি এতদিন,সে কি কবিতা?যা লিখতে পারিনি তা কি কবিতা হতে পারতো?যা জমে আছে তা কি কবিতায় রূপ পাবে?যা কেউ লেখেনি সে কবিতা কি আমি পারবো লিখতে?

 


#দৈনিক_প্রতিযোগিতা

#বিভাগঃকবিতা

#শিরোনামঃপ্রশ্নে_কবিতা

#✍️✍️✍️কানন পটুয়া

#তারিখঃ২২_০৩_২০২২


যা লিখেছি এতদিন,সে কি কবিতা?

যা লিখতে পারিনি তা কি কবিতা হতে পারতো?

যা জমে আছে তা কি কবিতায় রূপ পাবে?

যা কেউ লেখেনি সে কবিতা কি আমি পারবো লিখতে?


কবিতা কি বিষয় নির্ভর,নাকি তার উন্মুক্ত ব্যাপ্তি?

ছন্দ মাত্রা লয় কি কবিতার অপরিহার্য অঙ্গ?

নাকি কবিতায় প্রাধান্য পাবে কবির হৃদয়াবেগ?

কবিতা দিয়ে কি সত্যিই কিছু পাল্টানো যায়?


কবিতা কি নিছকই মনোরঞ্জন,নাকি আরো কিছু?

কবিতা কি শুধু ভাললাগা, নাকি ভালোবাসা?

কবিতায় কি সব লেখা যায় নাকি বুঝে নিতে হয়?

কবিতার সার্থকতা লেখকের তৃপ্তি, নাকি পাঠকের চেতনায়?


সবাই কি মন দিয়ে পড়ে আমার কবিতা ?

যারা আমার কবিতা পড়ে সবাই কি বোঝে?

যারা পড়ে তারা কি শুধু কবিতাই পড়ে?

তারা কি কবিতার মাঝে আমাকে পড়েছে কখনো?