Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতার শিরোনাম,,,               "বঞ্চনা"✍️ ক ল মে,,, ~মিতা দাস *** তারিখ,,, ২০/০৩/২২ ***
আর কিছুক্ষণ ধৈর্য্য ধরি, সহ্য করি ব্যথাআসুক সোনা বাড়ি না হয শুনবো সকল কথা।
বাড়ছে যে রাতে ধীরে ধীরে,,সময় হলো আসারআজকে কেন করছে দের…

 


কবিতার শিরোনাম,,,

               "বঞ্চনা"

✍️ ক ল মে,,, ~মিতা দাস 

*** তারিখ,,, ২০/০৩/২২ ***


আর কিছুক্ষণ ধৈর্য্য ধরি, সহ্য করি ব্যথা

আসুক সোনা বাড়ি না হয শুনবো সকল কথা।


বাড়ছে যে রাতে ধীরে ধীরে,,সময় হলো আসার

আজকে কেন করছে দেরি কি জানি কোন তাড়া-র ?


শুনবো কেন তার অজুহাত এসে বছর শেষে,,,

সারা জীবন কোন্ বিরহে মরবো ভালোবেসে?


ভালোবেসে কাছে থাকার অঙ্গীকারের আশা !

হৃদ্ বিদারক যতক কথা বলুক ভাসা ভাসা..।


এ কি শুধুই আঘাত? নাকি, জনম মরণ ক্ষত ;

গভীর রাতের সব কবিতা অশ্রু ঝরায় যত ! 


ডাইরির পাতার শেষ কবিতা মৃত্যু যদি ডাকে~

তারপরেও বলবে কথা,,,ডাকবে সে আমাকে !


শূন্য খাতায় কলম হাতে লিখবো আমার লেখা..

বঞ্চনা আজ যতই করো,,হয়তো হবে দেখা !!


মৃত্যুর পরে তোমার লেখায় অমর‌ থাকতে চা‌ইই, 

শীর্ণ কলম লিখবে না হয় মনের কথাটাই‌ই 


কলম হাতে তোমার লেখা আমার ছদ্মনামে- 

মিলাতে চাই,, অহরহ এইনা ধরা ধামে !