Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

ঋন আমার। ***********
শেষ পৃষ্ঠা শুধু আমার জন্য একান্ত ব্যাক্তিগত, বৃষ্ঠি ভেজা স্বপ্ন গুলো উজ্জ্বল থাকুক চিরদিন। সেই হলুদ জামাটা বড্ড স্মৃতি মেদুর ভীষন প্রিয়।তোমার আঁচলে হটাৎ বৃষ্টি আড়াল বৃথা ছিলনা।অবাক বিষ্ময় ছিল দীপ্ত চোখের চাহনি…

 


ঋন আমার। 

***********


শেষ পৃষ্ঠা শুধু আমার জন্য একান্ত ব্যাক্তিগত, 

বৃষ্ঠি ভেজা স্বপ্ন গুলো উজ্জ্বল থাকুক চিরদিন। 

সেই হলুদ জামাটা বড্ড স্মৃতি মেদুর ভীষন প্রিয়।

তোমার আঁচলে হটাৎ বৃষ্টি আড়াল বৃথা ছিলনা।

অবাক বিষ্ময় ছিল দীপ্ত চোখের চাহনিতে। 

মনের উষ্ণতা দিয়ে বলেছিলে আমি পাশে আছি। 

সুখী মানুষ হয়ে ছুটে গেছি বন্ধনহীন পথে।

যত্নে সাজালে নিজের ভাবনা দিয়ে আপন করে। 

উদভ্রান্ত জীবনের মাঝে তুমি খুশীর সমীরন এনে দিলে।

তোমার চোখের তারায় স্বপ্ন সৌধ রচনা করেছি।

মুক্ত ঝরা হাসি দেখে খুশিতে উদ্বেলিত প্রান। 

ফেরাতে পারিনি চোখ রূপের সৌন্দর্যে বিমোহিত। 

প্রবল ঠান্ডায় জবুথবু যখন পৃথ্বী তোমার উষ্ণতা ছুঁয়ে গেছে।

আমার কাব্যের ভাষা তোমার কাছেই পাওয়া।

মনি মুক্ত হীরা জহরত চাইনা, আমার অলঙ্কার তুমি। 

রাজনন্দিনী নাম তোমাকেই মানায় বোঝনি।

ভোরের আকাশ রঙিন হয় শেষ বিকেলের বিদায়ের পরে। 

স্বপ্ন দেখা প্রতিদিন তোমায় নিয়ে কাব্যের টানে। 

হটাৎ প্রবল ঝড় পশ্চিমের আকাশ ঘন কালো। 

মনের গভীরে নামে ভয় আতঙ্ক দিশাহারা আমি। 

মনের সব সুখ নিমেষে উধাও ছন্নছাড়া আমি। 

হয়ত দোষ আমার পারিনি সুন্দর করে তুলতে। 

 আজ বিদায় বেলায় বলে যাই ঋনী আমি। 

তোমার কাছে পাওয়া সুখ নিয়েই অচেনার পথে পাড়ি। 


"মেঘদূত "

16,03,2022

কোলকাতা।