Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ ফুটবলে বিদেশিদের খেলা মনোরঞ্জন করল দর্শকদের কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়.     পূর্ব মেদিনীপুরগ্রামীণ ফুটবলে  বিদেশি খেলোয়াড়দের খেলা দর্শকদের মনোরঞ্জন করে তুলল কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট ফুটবল মাঠে। শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে রবিবার ছিল ১৬ দলীয় নক আউট  ফুটবল টুর্নামেন্টের শ…



বাবলু বন্দ্যোপাধ্যায়.     পূর্ব মেদিনীপুর

গ্রামীণ ফুটবলে  বিদেশি খেলোয়াড়দের খেলা দর্শকদের মনোরঞ্জন করে তুলল কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট ফুটবল মাঠে। শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে রবিবার ছিল ১৬ দলীয় নক আউট  ফুটবল টুর্নামেন্টের শেষ দিন। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বৃন্দাবনচক  বিপ্লবী তরুণ সংঘ ও ধর্মবেড় আমরা কজন ক্লাবের মধ্যে।  দুই দলের চরম উত্তেজনার মধ্যে দিয়ে  ধর্মবেড় আমরা কজন এক গোলে জয়লাভ করে। উল্লেখ করা যায় গ্রামীণ  ফুটবল খেলায় নাইজেরিয়ান  দেশের প্লেয়ারদের খেলা গ্রামীণ এলাকার  ফুটবল প্রেমী মানুষদের আনন্দ দেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, বিশিষ্ট শিক্ষাব্রতী সুকুমার মাইতি, কেটিপিপি হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস  রায় চৌধুরী,  ক্ষেত্রহাট হারাধন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক অমলেন্দু ঘড়া, আয়োজক সংস্থার কর্ণধার তপন মাইতি। সংক্ষিপ্ত ভাষণে ক্রিকেটার অশোক দিন্দা বলেন গ্রামীণ এলাকার এত দর্শকের সমাগম থেকে পরিষ্কার খেলার  মান উন্নয়নের ক্ষেত্রে বেশি করে রাজ্য সরকার নজর দিক।