Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হরিমন্দির প্রতিষ্ঠায় ভক্তরা করোনা মুক্ত ভারত গড়ার ডাক দিল

বাবলু বন্দোপাধ্যায়,      পূর্ব মেদিনীপুররাজ্য সরকার আগামী ৩১ শে মার্চ পর্যন্ত করোনার বিধিনিষেধ কে মান্যতা দেওয়ার কথা বলেছে। জেলায় জেলায় আগে থেকেই করোনার দাপট অনেকটাই নিয়ন্ত্রণে। বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা অনুষ্ঠানের সঙ…



বাবলু বন্দোপাধ্যায়,      পূর্ব মেদিনীপুর

রাজ্য সরকার আগামী ৩১ শে মার্চ পর্যন্ত করোনার বিধিনিষেধ কে মান্যতা দেওয়ার কথা বলেছে। জেলায় জেলায় আগে থেকেই করোনার দাপট অনেকটাই নিয়ন্ত্রণে। বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা অনুষ্ঠানের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান। বুধবার এক ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা করোনা মুক্ত ভারত গড়ার ডাক দিল। পূর্ব মেদিনীপুর জেলার বাড়বহলা পশ্চিমপাড়া গ্রামবাসী বৃন্দের উদ্যোগে ৫০ ফুট উচ্চতা সম্পূর্ণ হরি মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দরা নাম সংকীর্তনের মাধ্যমে করোনা মুক্ত ভারত গড়ার সংকল্প নিল। উদ্বোধক হিসেবে ছিলেন ইসকনের শরণাগত শ্রীকাস প্রভু, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন অসিত ব্যানার্জি সমাজসেবী সুকুমার ব্যানার্জি প্রমূখ। উদ্যোক্তাদের পক্ষে সুবর্ণ সামুই ও পলাশ সাউ বলেন মহতি অনুষ্ঠানে অগণিত ভক্তবৃন্দের উপস্থিতির মধ্য ও করোনার নিয়মাবলী কে মান্যতা দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে হরি মন্দির তমলুক মহাকুমার মধ্যে বিশেষভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে। ভক্তরা চারদিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাপ্রভুর আরাধনার নিজেদেরকে নিয়োজিত করবে।প্রতিদিন নানা অনুষ্ঠানে সচেতনতামূলক নানা কর্মসূচি নিয়েছে উদ্যোক্তারা। বিশালাকার এই হরি মন্দির দেখার জন্য দূর-দূরান্তের মানুষ ভিড় ছিল চোখে পড়ার মতো।