Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

বিভাগ - কবিতা
তারিখ - ২১/০৩/২২
হারিয়ে যাবার আগে 
নতুন করে হারিয়ে যাবার ইচ্ছে হল আবারঅনেকদিন তো বন্দি হয়ে থাকলাম জীবন গল্পের পাতায়,আজ আবার নতুন করে পথ খুঁজতে ইচ্ছে করেমনের মাঝে স্বপ্নগুলো আজ আস্কারা দেয় আবার।
জীবনে কী পেলাম আর কী হল ন…

 


বিভাগ - কবিতা


তারিখ - ২১/০৩/২২


হারিয়ে যাবার আগে 


নতুন করে হারিয়ে যাবার ইচ্ছে হল আবার

অনেকদিন তো বন্দি হয়ে থাকলাম জীবন গল্পের পাতায়,

আজ আবার নতুন করে পথ খুঁজতে ইচ্ছে করে

মনের মাঝে স্বপ্নগুলো আজ আস্কারা দেয় আবার।


জীবনে কী পেলাম আর কী হল না পাওয়া

তার হিসেব নিকেশ তোলা থাক আজ,

জীবনকে ছুটি দিয়ে বেরিয়ে যাব নীল আকাশের পথে

ওখানে থাকবে না কোনো নিয়ম বা জটিল কোনো মানে।


অনেকদিন বাদে আজ জানলা খুললাম ঘরের

সরু হয়ে একফালি রোদের আলো ঢুকল ঘরে,

এই রোদ এতদিন বড্ড অচেনা ছিল আমার কাছে

আজ নতুন করে তাকে ভালবাসলাম।


বাড়ির সামনে গাছগুলোয় পাখিদের আনাগোনা

পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে সকালগুলো,

জানি না সত্যি কী ওরা বুঝতে পারে মনের ভাবনাগুলো

তবে ওরা এসে বসে আমার ঘরের জানলায়।


কখনো চেষ্টা করিনি ওদের কথা জানতে

ওদের সাথে একমনে হয়নি কখনো গল্প করা,

আজ যে বড্ড ইচ্ছে করছে ওদের কথা শুনি

ইচ্ছে করছে ওদের কাছে জীবনের মানে জানতে।


জীবন ঘরে ক্লান্ত আমি। অনেক তো হল পথ চলা

এবার একটু বিশ্রাম নেব ছুটি নিয়ে,

হয়ত আর গল্প লেখা হবে না প্রতিবারের মতো

কলমের মাঝে হবে না লুকোনো যা আছে মনের ক্ষত।


চললাম তবে সেই নিরুদ্দেশের পথে

শেষবেলায় মনে পড়ে যায় ফেলে আসা স্মৃতিগুলো,

নতুন করে হবে না ওদের ছোঁয়া

জীবন ঘরের মাঝে ধীরে ধীরে হারিয়ে যাক সকল ভাবনাগুলো।


✍️ আকাশ দত্ত