Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

#_ বিশ্ব কবিতা দিবস হাজার 1999 সালে, ইউনেস্কো 21 শে মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করেন এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতাপাঠ রচনা প্রকাশ ও শিক্ষা কে উৎসাহিত করা ।সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমার এই কবিতা। 
##…

 


#_ বিশ্ব কবিতা দিবস হাজার 1999 সালে, ইউনেস্কো 21 শে মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করেন এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতাপাঠ রচনা প্রকাশ ও শিক্ষা কে উৎসাহিত করা ।

সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমার এই কবিতা। 


###_কলমের শিপ্রা সেনগুপ্ত 

🦜কবিতাতোমায় ভালোবেসে🦜


অবাক হয়োও না যদি বলি আমি! 

সেকাল-একাল রাখার ঘর বানিয়েছি, অবাক হবে কি তুমি? কবিতা! 

 চিনিয়ে দেওয়া খাতার পাতায় 

ভালো-মন্দে সুখে দুখে ভরা, 

সময়ের মুহূর্তগুলো, জলছবি নিয়েভেসে ওঠো মনে , 

তাকেই  বেঁধে রাখি আদরে আদরে কবিতা তোমায় আমার খাতার পাতায়। 


কবিতা আমার দখিন হাওয়, 

 কবিতা আমার রিমঝিম বৃষ্টির সুর ,। 

কবিতা আমার শিউলি সুবাস , 

কবিতা আমার সোনা রং ধরা ফসল । 

কবিতা আমার মিঠা রোদ্দুরের 'ওম', 

কবিতা আমার মনে আনে আবিরের রং । 

কবিতা আমার বন্ধুর মত পাশে থাকে অবিরাম কবিতা আমার এক আকাশ ভালোবাসার সুখ


জানি অনেক রঙে রূপে বেঁচে থাকা। 

 আমার প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি

 সকল কিছু থাকুক বেঁচে

 ও কবিতা তোমায় ভালোবেসে । 


আমার তোমার হৃদয় জুড়ে পাখনা মেলে

যে কবিতা কখনো প্রেমের কখনো বিরহের চাওয়া-পাওয়ার ,

ত্যাগের যে কবিতা বলে  বিশ্ব প্রেমের কথা

একটা  লিখবোকবিতা মনের দুরন্ত ছবি এঁকে তুলব কবিতার ছন্দে শব্দে এলোমেলো ভাষায়

 সব মৃত্যু ঘটিয়ে ও 

বেঁচে থাকতে চাই আমি কবিতায়।