Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনদোহাই বসন্ত যেও নামৌসুমী মুখার্জী
১২/০৪/২০২২
চৈতি সকালে তীব্র দহনে মাটির কানে কানে,বলে যায় বসন্ত এখনও বিদায় নিইনি, রঞ্জিত ঠোঁটের গানে।পলাশের লাল , মাখামাখি করে শিমুল কৃষ্ণচূড়ার তলে,, নব বসন্ত ফিরে ফিরে আসে বাত…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

দোহাই বসন্ত যেও না

মৌসুমী মুখার্জী


১২/০৪/২০২২


চৈতি সকালে তীব্র দহনে মাটির কানে কানে,

বলে যায় বসন্ত এখনও বিদায় নিইনি, রঞ্জিত ঠোঁটের গানে।

পলাশের লাল , মাখামাখি করে শিমুল কৃষ্ণচূড়ার তলে,,

 নব বসন্ত ফিরে ফিরে আসে বাতাসে ঢেউ খেলে ।

বনবীথিকায় দোল দিয়ে যায় দখিনা পবন,

মালতী লতায় ঢেউ খেলে যায় অশান্ত দুটি মন।

তাই বলি,

দোহাই বসন্ত আজ যেও না চলে,

সে যে আসবে!! কথা দিয়েছে,

হয়তো বিলম্বিত লয়ে.....

সুর বিলাপের ছন্দ চালে।


নিদাঘের তীব্র দহন,

 সহিতে পারে না সে কখনো,,,

দোহাই ক্ষণকাল আর রয়ে যাও ধরাতলে।


দেখো কৃষ্ণচূড়া ,পলাশ, মাধবীলতা

গায়ে মেখেছে ফাগের আবিলতা,,,,,

সখা সনে কইব গোপনকথা থমকে যাওয়া বসন্তের প্রাক্কালে।


ঋতুরাজ তুমি যেওনা গো যেওনা চলে,,

দেখো নবকিশলয়, আজ ঝরাপাতার ডালে....

বোল এসেছে আমের মুকুলে,,

বসন্ত দূত হারায় নি সুর,

জুঁইয়ের গন্ধ মাখা এই সকালে।


আজ ভুলে যাওয়া সুরে বাঁধব যে তান

ইচ্ছে ডানায় স্বপ্ন উড়ান,,,

হলুদ পাখির মন ছোঁয়া গান

ইমন ? না খাম্বাজ ? নাকি রাগ বিলাবলে!!!!!

আর কিছুদিন রয়ে যাও হে মধুমাস এ কুঞ্জ তলে।