Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন  শিরোনাম--""বিষাদের ঝড়""" কলমে--জয়া গোস্বামী ১২/০৪/২০২২ 
ঐ শান্ত নীল আকাশে উঠেছে বিষাদের ঝড়, মুখ থুবড়ে পড়বে কালবৈশাখীতে সুখের বাড়ি ঘর! জীবনের ছন্দে শুধুই আজ ছন্দ পতনের আভাস, বিষাদে ছেয়েছ…




সৃষ্টি সাহিত্য যাপন 
শিরোনাম--""বিষাদের ঝড়"""
কলমে--জয়া গোস্বামী
১২/০৪/২০২২ 

ঐ শান্ত নীল আকাশে উঠেছে বিষাদের ঝড়,
মুখ থুবড়ে পড়বে কালবৈশাখীতে সুখের বাড়ি ঘর!
জীবনের ছন্দে শুধুই আজ ছন্দ পতনের আভাস,
বিষাদে ছেয়েছে অন্তর মুখে আজ নেই তার প্রকাশ৷ 

আঁধার নেমেছে দু'চোখে কেউ রাখেনা খোঁজ, 
হৃদয় ভাঙার খেলায় জ্বলছে পুড়ছে অন্তর রোজ! 
খবর রাখেনা একাকিত্বের ভংয়ঙ্কর বিষাদের রাত,
দগ্ধ হয় নীরবে নিত্য মুখ বুজে করে দিনাতিপাত! 

লড়াই ঝগড়া হানাহানি হৃদয় নিয়ে নিত্য টানাটানি,
আড়ালে আবডালে নিত্য চলে মিথ্যা কানাকানি!
উপকার ভুলে মিথ্যার করে কেবল জয় জয়কার, 
যার থেকে পেয়েছে চলার পথে নিত্য উপকার৷ 

প্রতিদিন ব্যস্ত থাকে অন্যের হৃদয় করে ফালাফালা, 
মনের ঘরে দগ্ধ হয়ে অন্তরে ধরায় জ্বালা৷
মুখে মধু অন্তরে বিষ কেবল মিথ্যার ঝলকানি,
জীবন যুদ্ধে হেরে গিয়ে পরের দেখে চুলকানি! 

সহবত নেই শিক্ষা নেই বিবেক দিয়েছে অযথা বিসর্জন,
একাকী খোঁজে এখন শুধুই চাতুরতার নির্জন!
মিথ্যার অতীত ইতিহাস টেনে নামায় লোকসমাজে,
কি করে বলি কাব্যিক প্রমাণ করছে না তো কাজে!