নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাই#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা #শিরোনাম_নতুন_বছরের_চাওয়া#কলমে_মৃন্ময়_সমাদ্দার#তারিখ_১৫/০৪/২০২২
নতুন বছর আসছে মাগো,একটি বছর পরেএই বছরে অনেক কিছু,চাইব সবার তরে।মাগো মোদের রেখ তুমি,দুধে আর ভাতেনতুন …
নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাই
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#বিভাগ_কবিতা
#শিরোনাম_নতুন_বছরের_চাওয়া
#কলমে_মৃন্ময়_সমাদ্দার
#তারিখ_১৫/০৪/২০২২
নতুন বছর আসছে মাগো,
একটি বছর পরে
এই বছরে অনেক কিছু,
চাইব সবার তরে।
মাগো মোদের রেখ তুমি,
দুধে আর ভাতে
নতুন কোন সূর্য উঠুক,
নতুন বছর প্রাতে।
জীর্ণ মলিন বস্ত্র যেন,
কোথাও না থাকে
উজ্বল সব বস্ত্র পরে,
সবাই সুখে থাকে।
সবাই যেন পায় মাগো,
মাথার পরে ছাদ
ছাদের তলায় বসে যেন,
পায় নতুন বাড়ীর স্বাদ।
এত কিছুর পরেও মাগো,
শেষ হলোনা বলা
শস্য শ্যামল হয়ে উঠুক,
আমার সোনার বাংলা।।