Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - "এসো হে বৈশাখ " কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ১৫/৪/২০২২ 
 এসো হে বৈশাখ জাতপাত-ভেদাভেদ এবার সব চুলোই যাক , নতুন বছরে সবার মধ্যে ভালোবাসায় গভীরতা থাক। তপ জপ যোগ্য জ্ঞানে এসো দুটি আঁখি খুলে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - "এসো হে বৈশাখ " 

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ - ১৫/৪/২০২২ 


 এসো হে বৈশাখ জাতপাত-ভেদাভেদ এবার সব চুলোই যাক , 

নতুন বছরে সবার মধ্যে ভালোবাসায় গভীরতা থাক। 

তপ জপ যোগ্য জ্ঞানে এসো দুটি আঁখি খুলে,  

নতুন ভোরে স্বপ্ন খোঁজা মনের মাঝে নূতন সুর তুলে।

নতুন বছরে বিনাশ করো কালজয়ী দুর্যোগ অঘটন, 

কাল বৈশাখীর দাপটে বিনাশ করো অনাচার অনটন। 

মুছে ফেলো যতো ক্লান্তি অভিমান হয়ো না ক্ষুণ্ণ, 

পুরাতন কে ভুলে নবরুপে নবসাজে করো পূর্ণ। 

খাঁ খাঁ করে আঁকাবাঁকা সবুজ মাঠ, 

দেখতে পাবে জন শূন্য পথঘাট। 

নতুন সাজে এসো নতুন আলো জ্বলে উঠুক। 

জগৎজুড়ে সবাই এবার নতুন সূর্য ওঠা দেখুক। 

এসো নিরুদ্ধ দ্বারে পাবো এবার তোমার জবাব, 

চোখে চেয়ে দেখো কতো লোকের চলছে অভাব। 

এবার যেন উৎসবে থাকতে পারি সব জায়গাতে, 

আমরা যেন একটু ভালো থাকি আনন্দেতে।

🤜🤛❤️❤️মিষ্টি❤️❤️🤜🤛©️