Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
বিষয় -কবিতা
শিরোনাম-আদিবাসী 
কবি মলয় কৃষ্ণ বিশ্বাস12-04-2022
সৃষ্টির শুরু হয়েছিল নগ্নতায়,সভ্য হতে লেগেছে সময় ।যুগ যুগান্তরে কালের স্রোতে,জীব জীবন এসেছে ধরায় ।
ক্রমে ক্রমান্বয়ে হয়েছে সভ্যবনচারী আদিম অধিবাসী।পিছিয়ে …

 


সৃষ্টি সাহিত্য যাপন 


বিষয় -কবিতা


শিরোনাম-আদিবাসী 


কবি মলয় কৃষ্ণ বিশ্বাস

12-04-2022


সৃষ্টির শুরু হয়েছিল নগ্নতায়,

সভ্য হতে লেগেছে সময় ।

যুগ যুগান্তরে কালের স্রোতে,

জীব জীবন এসেছে ধরায় ।


ক্রমে ক্রমান্বয়ে হয়েছে সভ্য

বনচারী আদিম অধিবাসী।

পিছিয়ে রয়েছে যাঁরা অজ্ঞতায় !

এখনও বন্য ,বনবাসী ।


সভ্য সমাজ এদের দেয়নি দৃষ্টি,

বন্যরা পিছিয়ে আছে ।

থাকে অভুক্ত,দুঃখ দৈন্য নিয়ে,

সভ্য সমাজ টেনে নেয়নি কাছে !!


কবে পাবে এরা শিক্ষা,সম্বৃদ্ধি ,

রয়েছে অবহেলি হয়ে-ঘৃণ্য ।

কে দেবে মানবিক মর্যাদা !

এই পিছিয়ে পড়াদের জন্য !!