Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা:- নিঃশব্দ    টুয়া চক্রবর্ত্তী__________________
নিঝুম রাতে চুপিসারে ভগ্ন হৃদয় কাঁদে- ফুপিয়ে ওঠা কান্না বোবা হয়ে যায়, অলিন্দ পিঞ্জর চিনচিন করে ব্যথায়;পেসমেকারের যান্ত্রিক বিচ্ছিন্নতা শুরু,-রাতের বালিশ ভেজে …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা:- নিঃশব্দ

    টুয়া চক্রবর্ত্তী

__________________


নিঝুম রাতে চুপিসারে ভগ্ন হৃদয় কাঁদে- 

ফুপিয়ে ওঠা কান্না বোবা হয়ে যায়, 

অলিন্দ পিঞ্জর চিনচিন করে ব্যথায়;

পেসমেকারের যান্ত্রিক বিচ্ছিন্নতা শুরু,-

রাতের বালিশ ভেজে চোখের জলে!

কেউ বোঝে না আর্তনাদ!

 বালিশ কত কিছু শুনে ফেলে নিমেষে-

অঘোরের ঘুম পাড়িয়ে দেয় বালিশ।

তৃষ্ণার্ত কণ্ঠনলি শুকিয়ে গেছে-

এক ফোঁটা জলের খোঁজে হাতড়ানো,-

কাদা বালিতে গর্ত খুঁড়ে জল-সন্ধানী;

ভোকাল কর্ডে আর চিৎকার নেই-

শিথিল শ্রান্ত নিথর দেহ ক্লান্ত!

খোলা জানালায় কালো আকাশের উঁকি; 

থমথমে পরিবেশের সময় এগোয় চোখের পলকে; 

তারাখসা খসে পড়ে না আর-

ধ্রুবতারা মিটমিটিয়ে ব্যঙ্গ হাসে,

মোবাইল দেখায় দুনিয়ার রঙ্গমঞ্চ!

হাতের মুঠোবন্দী ছোট্ট গ্লোব-

আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে যায়;

ধাঁধার নিঃশব্দ জীবন চলে বিপরীত অক্ষে।।